বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২০, ১২:২২:২৯

হাড্ডাহাড্ডি লড়াইয়ে জয়ের পথে বাইডেন, কারচুপির অভিযোগ ট্রাম্পের

হাড্ডাহাড্ডি লড়াইয়ে জয়ের পথে বাইডেন, কারচুপির অভিযোগ ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক : ফের কি মার্কিন রাষ্ট্রপতির তখতে বসবেন ডোনাল্ড ট্রাম্প। নাকি চার বছর আগে হিলারি ক্লিন্টনের হারের শো'ধ তুলবেন ডেমোক্র্যাটিক প্রার্থী জো বাইডেন। ভোট পূর্ববর্তী সমীক্ষায় অনেকটাই এগিয়ে ছিলেন প্রাক্তন মার্কিন উপরাষ্ট্রপতি বাইডেন। কিন্তু বাস্তবে দেখা গেল যে হা'ড্ডাহা'ড্ডি ল'ড়া'ই চলছে। রাত পেরিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে ভোর হয়েছে, কিন্তু স্পষ্ট হয়নি ছবি। 

তবে ধীরে ধীরে লড়া'ইয়ে এগিয়ে যাচ্ছেন জো বাইডেন। মরিয়া ডোনাল্ড ট্রাম্প এখন মার্কিন সুপ্রিম কোর্টে যাওয়ার কথা বলছেন। এক নজরে আজকের বড় আপডেট : ১. প্রত্যাশার চেয়ে ভালো ফল করলেন ডোনাল্ড ট্রাম্প। ২. ফ্লোরিডায় ল্যাটিনো ভোট পেয়ে সব অঙ্ককে মাটি করলেন ট্রাম্প। ৩. অ্যারিজোনায় বহু যুগ বাদে জিতলেন ডেমোক্র্যাট রাষ্ট্রপতি পদপ্রার্থী। 

৪. ১২০ বছরের মধ্যে এত ভোট শতাংশ পড়েনি মার্কিন যুক্তরাষ্ট্র। ৫. এখনও সাত রাজ্যের ফলাফল আসেনি। ৬. হাউসের দখল সম্ভবত রাখতে চলেছেন ডেমোক্র্যাটরা। ৭. সেনেটে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। খুব সম্ভবত নিজেদের ক্ষমতা ধরে রাখবেন রিপাবলিকানরা। ৮. চারজন ভারতীয় আমেরিকান জিতেছেন। আরেকজন এগিয়ে আছেন। সবাই ডেমোক্র্যাটিক পার্টির সদস্য। 

৯. মেইল-ইন ভোটিংয়ে কারচুপি হচ্ছে অভিযোগ তুলে সুপ্রিম কোর্টে যেতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। যদিও আদৌ কোনও ভাবে তিনি সরাসরি শীর্ষ আদালতে যেতে পারেন কিনা, সেটা স্পষ্ট নয়। ১০. জো বাইডেন জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী। তবে তিনি এটিও বলছেন নির্বাচনের ফলাফল তখনই আসবে যখন সব ভোট গোনা হয়ে যাবে। 

অধিকাংশ যারা মেইল-ইন ব্যালট ব্যবহার করেন তারা ডেমোক্র্যাট দলের সমর্থক বলে উঠে আসছে। এর কারণ কি, সেটা নিয়ে প্রশ্ন তুলছেন মার্কিন রাষ্ট্রপতি। আগেই তিনি ভোটে কারচুপির কথা বলেছিলেন, তারই আরেক অধ্যায় এটি। ট্রাম্পের প্রশ্ন, ডাক ব্যালট এলেই লিড কমে কেন?

ট্রাম্প বলছেন যে গত রাতে এগিয়েছিলাম এতগুলি গুরুত্বপূর্ণ রাজ্যে যেগুলি ডেমোক্র্যাটদের নিয়'ন্ত্রণে আছে। তারপর হঠাৎ করে বস্তা বস্তা ব্যালট আসতে শুরু করল আর আমার লিড উধাও হয়ে গেল। একই সঙ্গে যারা সমীক্ষা করেন, তাদেরও তো'প দেগেছেন ট্রাম্প। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে