বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২০, ০৯:১৪:১৫

অ্যারিজোনায় ৭৯ হাজার ভোটে এগিয়ে বাইডেন

অ্যারিজোনায় ৭৯ হাজার ভোটে এগিয়ে বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক : ‘স্থায়ী কালির মার্কার’ বা শার্পি ব্যবহার করে দেয়া ভোট বাতিল করা হয়েছে বলে রিপাবলিকান পার্টির কর্মীরা বা ট্রাম্প সমর্থকরা যে অভিযোগ করেছিল, তা নাকচ করে দিয়ে এমন অভিযোগ প্রত্যাখ্যান করেছে অ্যারিজোনা রাজ্য কর্তৃপক্ষ। ভোট দেয়ার ক্ষেত্রে স্থায়ী মার্কার বা শার্পি ব্যবহার করার এই প্রক্রিয়াকে উল্লেখ করা হয়েছে ‘শার্পিগেট’ বলে।

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে দেয়া এক পোস্টে মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের শীর্ষ নির্বাচনী কর্মকর্তা, সেক্রেটারি অব স্টেট কেটি হবস বলেন, শার্পি ব্যবহার করে দেয়া ভোট অবৈধ বলে ধরা হবে না।

সামাজিক যোগাযোগ মাধ্যমের কিছু পোস্টে ট্রাম্প সমর্থকরা অভিযোগ করে যে, অ্যারিজোনায় রিপাবলিকান ভোটারদের ভোট দেয়ার জন্য শার্পি দেয়া হয়েছিল যাতে ব্যালট “পড়ার অযোগ্য” হয় বা বাতিল হয়।

‘নির্বাচনের কর্মীরা ভোটারদের কাছ থেকে কলম নিয়ে তার পরিবর্তে শার্পি ব্যবহার করতে বলেছিল। যেসব ভোট শার্পি দিয়ে চিহ্নিত করা হয়েছিল সেগুলো আর পড়া যাবে না (বাতিল বলে ঘোষণা করা হবে),” ফেসবুকের এক পোস্টে বলা হয়।

তবে ডেমোক্র্যাটরা বলছে, “শার্পিগেট” নামে পরিচিতি পাওয়া এই অভিযোগ একটা ভুল তথ্যের প্রচারণার অংশ, যা জো বাইডেনের এগিয়ে থাকাকে ছোট করে দেখানোর জন্য করা হচ্ছে।

এখন পর্যন্ত অ্যারিজোনায় ৮৫% ভোট গণনা করা হয়েছে যার মধ্যে ৭৯ হাজার ভোটে এগিয়ে রয়েছেন বাইডেন। শুধু ১৯৯৬ সাল ছাড়া ১৯৫২ সাল থেকে প্রতিবারই এই রাজ্যে জয় পেয়ে আসছে রিপাবলিকানরা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে