বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২০, ১১:৪২:৪৭

ভারতীয়দের ঢুকতে দেওয়া হবে না চীনে : জানিয়ে দিলো বেইজিং

ভারতীয়দের ঢুকতে দেওয়া হবে না চীনে : জানিয়ে দিলো বেইজিং

আন্তর্জাতিক ডেস্ক : আপাতত ভারত থেকে কাউকে ঢুকতে দেবে না চীন। এমনটাই সিদ্ধান্ত নিয়েছে বেজিং। করোনা মহামা'রীর জেরেই এমন সিদ্ধান্ত বলে জানা গিয়েছে। সম্প্রতি ভারত থেকে চীনে যাওয়া এক এয়ার ইন্ডিয়ার বিমানে ২০ জন যাত্রীর শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গিয়েছে। বন্দে ভারত মিশনের আওতায় ওই বিমান চীনে গিয়েছিল। গত সপ্তাহে এই ঘটনার সামনে আসার পরই নড়েচড়ে বসেছে বেইজিং।

১৩ নভেম্বর থেকে ৪ ডিসেম্বরে মধ্যে চারটি বিমান ভারত থেকে চীনে যাওয়ার কথা। সেই বিমান যাবে না বলেই মনে করা হচ্ছে। শুক্রবার দিল্লি থেকে উহান যাওয়ার কথা ছিল একটি বিমানের। কিন্তু তাতে নিষে'ধা'জ্ঞা জারি করেছে। চীনা প্রশাসনের তরফে এর অনুমতি মেলেনি বলে জানা গিয়েছে। 

শুধু ভারত নয়, বেলজিয়াম, ইউকে, ফিলিপিন্স থেকে যাওয়া বিমানের ক্ষেত্রেও চিন এভাবেই নিষে'ধা'জ্ঞা জারি করেছে বলে মনে করা হচ্ছে। ভারতের চীনা দূতাবাসের ওয়েবসাইটে বৃহস্পতিবার এক বিবৃতি প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, করোনা মহামা'রীর জন্য চীন সিদ্ধান্ত নিয়েছে আপাতত ভারতীয়দের চীনে যাওয়ার অনুমতি দেওয়া হবে না। তবে এই নিষে'ধা'জ্ঞা সাময়িক বলে জানানো হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে