শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২০, ০৭:৪০:১৮

যে সময় মার্কিন নির্বাচনের চূড়ান্ত ফলাফল পাওয়া যাবে

যে সময় মার্কিন নির্বাচনের চূড়ান্ত ফলাফল পাওয়া যাবে

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন মঙ্গলবারে অনুষ্ঠিত হলেও এখন পর্যন্ত কয়েকটি অঙ্গরাজ্যে ভোট গ্রহণ চলছে। বিভিন্ন রাজ্যের ফল অনুযায়ী এখন পর্যন্ত এগিয়ে রয়েছেন বাইডেনই। জর্জিয়াতে ভোট গণনার শুরুতে ট্রাম্প এগিয়ে থাকলেও শেষের দিকে প্রায় হাজার ভোটে বাইডেন এগিয়ে রয়েছেন।  

রাজ্যটির কর্তৃপক্ষ জানিয়েছে, তারা ব্যালট গণনা চালিয়ে যাবেন এবং শুক্রবারের মধ্যে এই রাজ্যের চূড়ান্ত ফলাফল পেয়ে যাওয়ার বিষয়ে আশাবাদী তারা। এদিকে প্রায় ৮৯ শতাংশ ভোট গণনা শেষে নেভাদায় ১১ হাজারের বেশি ভোটে এগিয়ে রয়েছেন বাইডেন। এপির তথ্যানুযায়ী বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৫টার পর্যন্ত পেনসিলভ্যানিয়ায় ট্রাম্পের এগিয়ে থাকার ব্যবধান ১৮ হাজার ভোটে নেমে এসেছে। 

সেখানে এখনো লক্ষাধিক ভোট গণনা বাকি। অ্যারিজোনায় বাইডেন অনেক ভোটে এগিয়ে থাকলেও বর্তমানে তা কমে দাঁড়িয়েছে ৪৬ হাজার ভোটে। আলাস্কা ও নর্থ ক্যারোলাইনায় এখনো ভোট গণনা চলছে, দুই রাজ্যেই এগিয়ে রয়েছেন ট্রাম্প। প্রেসিডেন্ট হওয়ার জন্য একজন প্রার্থীকে ৫৩৮ ইলেকটোরাল ভোটের মধ্যে ২৭০টি পেতে হবে। বাইডেন ইতিমধ্যে ২৬৪টি পেয়ে এগিয়ে আছেন তার প্রতিদ্বন্দ্বীর চেয়ে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে