শনিবার, ০৭ নভেম্বর, ২০২০, ১২:১০:২৮

রিপাবলিকান গড় হলেও যে কারণে জর্জিয়া ও অ্যারিজোনা হারাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প!

রিপাবলিকান গড় হলেও যে কারণে জর্জিয়া ও অ্যারিজোনা হারাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প!

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গণনায় দুটি অঙ্গরাজ্য জর্জিয়া ও অ্যারিজোনায় ট্রাম্পের চেয়ে এগিয়ে রয়েছেন বাইডেন। এ দুটি রাজ্য রিপাবলিকানদের গড় হলেও এ নির্বাচনে তাদের অনুকূলে থাকছে না। তবে এবারের ভোটের গণনা এখনো শেষ হয়নি।

বিবিসি ও সোশাল মিডিয়া সাইট জানিয়েছে, জর্জিয়া এবং অ্যারিজোনায় ডোনাল্ড ট্রাম্পের পরাজয়ের সম্ভাব্য কারণ হতে পারে দু'‌জন আমেরিকান বীরের স'মালো'চনা। ট্রাম্প সম্প্রতি অ্যারিজোনার প্রয়াত সিনেটর জন ম্যাকেইনকে আ'ক্র'মণ করে বক্তব্য দিয়েছেন। তিনি প্রশ্ন তুলেছেন ভিয়েতনাম যু'দ্ধের সময় ম্যাকেইন যু'দ্ধব'ন্দি ছিলেন, তাই তাকে বীর বলা যায় কি?

গত বছর ট্রাম্প বলেছিলেন, ''নতুন স্বাস্থ্য সেবা ব্যবস্থা ওবামাকেয়ার বাতিলের পক্ষে ভোট না দিয়ে ম্যাকেইন অবসরপ্রাপ্ত যো'দ্ধাদের উপকার করেননি। 'সে আমার পছন্দের লোক না' অন্য লোকে তাকে পছন্দ করুক, সেটা তাদের ব্যাপার। সেটা ঠিক আছে।'' অন্যদিকে ট্রাম্প জর্জিয়ার ক্লেটন কাউন্টির ভোটেও পিছিয়ে আছেন।

এই কাউন্টি মার্কিন কংগ্রেসের ডেমোক্র্যাট সদস্য ও কৃষ্ণাঙ্গ অধিকার আন্দো'লনের প্রতীক জন লুইসের জন্মভূমি। গত ২০১৭ সালে লুইস মার্কিন নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের প্রতি ই'ঙ্গিত করে প্রেসিডেন্ট ট্রাম্পের বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন। এর জবাবে এক টুইটার পোস্টে ট্রাম্প বলেছিলেন, লুইস বাগাড়ম্বর না করে তার ওপর দায়িত্ব সঠিকভাবে পালন করুন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে