শনিবার, ০৭ নভেম্বর, ২০২০, ১২:২৩:১০

জো বাইডেনের বাড়ির ওপর দিয়ে বিমান চলাচল নিষিদ্ধ

জো বাইডেনের বাড়ির ওপর দিয়ে বিমান চলাচল নিষিদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন নির্বাচনে দুই প্রার্থীর মধ্যে হা'ড্ডাহা'ড্ডি ল'ড়া'ই চলছে। সর্বশেষ ফল অনুযায়ী ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন এগিয়ে রয়েছেন। সর্বশেষ গুরুত্বপূর্ণ পেনসিলভ্যানিয়া অঙ্গরাজ্যেও ট্রাম্পের চেয়ে বাইডেন এগিয়ে রয়েছেন। বাইডেনের জয়ের পাল্লা ভারী হওয়ায় মার্কিন প্রশাসনও ইতোমধ্যে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে।  

তারা ডেমোক্র্যাটপ্রার্থী জো বাইডেনের ডেলাওয়্যার অঙ্গরাজ্যের উইলমিংটনের বাড়ি ও আশপাশের এলাকা 'নো ফ্লাইং জোন' হিসেবে ঘোষণা করেছে। ন্যাশনাল ডিফেন্স এয়ার স্পেস চিহ্নিত করে জো বাইডেনের বাড়ির এলাকায় 'নো ফ্লাই জোন' ঘোষণা করা হয়েছে। গত বুধবার থেকে চালু করা এই 'নো ফ্লাই জোন' নির্দে'শনা এক সপ্তাহের জন্য কার্যকর করা হয়েছে বলে জানানো হয়েছে। 

জো বাইডেনের বাড়ির কাছে চেইজ সেন্টার এলাকাকে 'নো ফ্লাই জোন' নিষে'ধা'জ্ঞার আওতায় আনা হয়েছে। জো বাইডেন বিজয়ী হলে আনুষ্ঠানিকভাবে এই চেইজ সেন্টার থেকেই বিজয় ভাষণ দেবেন বলে ধা'রনা করা হচ্ছে। প্রেসিডেন্ট হওয়ার জন্য একজন প্রার্থীকে ৫৩৮ ইলেকটোরাল ভোটের মধ্যে ২৭০টি পেতে হবে। বাইডেন ইতিমধ্যে ২৬৪টি পেয়ে এগিয়ে আছেন তার প্রতিদ্ব'ন্দ্বীর চেয়ে। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে