সোমবার, ০৯ নভেম্বর, ২০২০, ১১:৩৫:২৫

জো বাইডেনের জয় এখনও মানতে নারাজ চীন, আইন টেনে আনলো বেইজিং

জো বাইডেনের জয় এখনও মানতে নারাজ চীন, আইন টেনে আনলো বেইজিং

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের পালা শেষ। ইলেক্টোরাল ভোট পাওয়ার দৌড়ে ডোনাল্ড ট্রাম্পকে অনেক পেছনে ফেলে দিয়েছেন ডেমোক্রাট প্রার্থী জো বাইডেন। এতদিন হয়তো ডেমোক্রাট সমর্থকদের জয় উজ্জপনও শেষ হয়েছে। হোয়াইট হাউস যাওয়ার জন্য প্রস্তুতিও নিতে শুরু করেছেন বাইডেন। কিন্তু চীন এসব কিছুই নয়। 

জো বাইডেনের জয়কে এখনও মানতে রাজী নয় চীন। নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে বাইডেনকে এখনও শুভেচ্ছা জানায়নি চীন। ওই দলে অবশ্য রয়েছে রাশিয়া ও মেক্সিকো। সোমবার চীনের তরফে বলা হয়েছে, লক্ষ্য করেছি বাইডেন নিজেকে জয়ী বলে ঘোষণা করেছেন। চীনা বিদেশমন্ত্রকের মুখপাত্র ওয়াং ওয়েবিন এক বিবৃতিতে জানিয়েছেন, আমাদের মতে মার্কিন যুক্তরাষ্ট্রে নির্বাচনের ফলাফল এখনও চূড়ান্ত হয়নি। জয় পরাজয় নির্ধারিত হবে মার্কিন আদালতে।

উল্লেখ্য, নির্বাচনে কারচুপি হওয়ার কথা এখনও জোর গলায় বলে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। এনিয়ে আদালতের দ্বারস্থও হয়েছেন ট্রাম্প। শুধু তাই নয় টুইট করে মিডিয়ার বিরুদ্ধে তোপও দেখেছেন। রবিবার এক টুইট করে তিনি প্রশ্ন তুলেছেন, আমাদের দেশের মিডিয়া কখন বলবে কে দেশের পরবর্তি প্রেসিডেন্ট!

প্রসঙ্গত, ট্রাম্পের আমলেই বাণিজ্য নিয়ে চীনের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সংঘা'ত চরমে ওঠে। পাশাপাশি লাদাখে ভারত-চীন উত্তেজনা নিয়ে সরব ছিল ওয়াশিংটন। একই সঙ্গে দক্ষিণ চীন সাগরে চীনের আধিপত্ত খর্ব করতে উঠেপড়ে লেগেছেন মার্কিন বিদেশমন্ত্রী মাইক পম্পেও এবং প্রতিরক্ষা সতিব মার্ক এস্পার। এর পরেও কেন চীন বাইডেনের জয় মানতে চাইছে না তা এখনও স্পষ্ট নয়। সূত্র : জিনিউজ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে