মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২০, ০৮:৫০:৪৪

ভোট জালিয়াতি তদন্তের অনুমতি মিলতেই ট্রাম্পের টুইট 'আমরাই জিতবো'

ভোট জালিয়াতি তদন্তের অনুমতি মিলতেই ট্রাম্পের টুইট 'আমরাই জিতবো'

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী জো বাইডেনের বিজয় কোনোভাবেই মেনে নিতে নারাজ ক্ষমতাসীন ট্রাম্প শিবির। ট্রাম্পও এই বিজয় মেনে নিতে পারছেন না। বাংলাদেশের স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যার দিকে তিনি একটি টুইট করেছেন। কোনো ধরনের ব্যাখ্যা ছাড়াই তিনি লেখেছেন, 'আমরা জিতবো।' 

এদিকে, সরকারিভাবে এখনো মার্কিন নির্বাচনের ফলাফল ঘোষণা হয়নি। কিন্তু পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট যে জো বাইডেন হচ্ছেন, তা মোটামুটি পরিষ্কার। সিএনএন বলছে, জো বাইডেন ২৭৯টি ইলেক্টোরাল ভোট পেয়ে মার্কিন মসনদে বসার ম্যাজিক সংখ্যা ২৭০ পার করে ফেলেছেন। আর ট্রাম্প পেয়েছেন ২১৪ ইলেক্টোরাল ভোট। 

নির্বাচনে নিশ্চিত হেরে যাচ্ছেন ট্রাম্প। তাই তিনি সুপ্রিম কোর্টে যাওয়ার কথা বলেছেন। সেখানে সাং'ঘা'তিক কিছু ঘটে না গেলে, আগামী ২০ জানুয়ারি জো বাইডেন এবং কমলা হ্যারিসই পরবর্তী শাসক হিসেবে শপথবাক্য পাঠ করবেন বলে জানা গেছে ডয়চে ভেলের এক প্রতিবেদনে।

এদিকে, নির্বাচনে ভোট জালিয়াতি তদন্তের অনুমতি দিয়েছেন অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বার।  ফেডারেল প্রসিকিউটরদের তিনি জানিয়েছেন, রাজ্যগুলোতে চূড়ান্ত ফল ঘোষণার আগে নির্বাচনে অনিয়মের অভিযোগ তদন্ত করা উচিত। এমন মন্তব্যের প্রতিবাদ জানিয়ে বিচার বিভাগের নির্বাচন সংক্রান্ত ফৌজদারি অপরাধবিষয়ক শীর্ষ আইনজীবী রিচার্ড পিলগার পদত্যাগ করেছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে