মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২০, ১১:৪৬:৫২

তুরস্কে দুধে মগ ডুবিয়ে গোসল করছে ডেয়ারি কর্মী, স্থানীয়দের তীব্র ক্ষোভ!

তুরস্কে দুধে মগ ডুবিয়ে গোসল করছে ডেয়ারি কর্মী, স্থানীয়দের তীব্র ক্ষোভ!

আন্তর্জাতিক ডেস্ক : ডেয়ারি প্ল্যান্টে দুধে গোসল করছে এক কর্মী। সোশ্যাল মিডিয়ায় ওই ভিডিয়ো ভাইরাল হতেই ওই প্ল্যান্ট বন্ধ করে দিয়েছে প্রশাসন। পাশাপাশি গ্রেফতারও করা হয়েছে ওই বেয়াড়া কর্মীকে। এমনই এক আজব ঘটনা ঘটেছে তুরস্কের কোনিয়া প্রদেশের আনাতোলিয়ায়।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ওই ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, প্ল্যান্টের এক কর্মী একটি বিশাল দুধের টবে বসে মগ ডুবিয়ে মাথায় দুধ ঢেলে চলেছে। ভিডিয়োটি প্রকাশ্যে আসতেই এনিয়ে তী'ব্র ক্ষো'ভ উ'গরে দিয়েছেন নেটিজেনরা। শেষপর্যন্ত চাপে পড়ে ওই ডেয়ারি প্ল্যান্টটি বন্ধ করে দিয়েছে প্রশাসন। ওই কর্মীকে বরখাস্তও করা হয়েছে। পুলিশ তাকে গ্রেফতারও করেছে।

এদিকে, ওই ডেয়ারি প্ল্যান্টের তরফে দাবি করা হয়েছে, যে সাদা তরলে ওই কর্মীকে গোসল করতে দেখা গিয়েছে তা দুধ নয়। ওই ধরনের সাদা তরল বয়লার সাফ করার জন্য ব্যবহার করা হয়। তবে এনিয়ে তদন্তের আদেশ দিয়েছে কোনিয়ায় কৃষি কর্মকর্তা আলি এরগিন। তবে এই ঘটনায় স্থানীয়দের মধ্যে তী'ব্র ক্ষো'ভ বিরাজ করছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে