বুধবার, ১১ নভেম্বর, ২০২০, ০৬:৩৭:৩৮

আমেরিকা আবার ফিরে এসেছে, আমরা আবার খেলায় ফিরছি: বাইডেন

আমেরিকা আবার ফিরে এসেছে, আমরা আবার খেলায় ফিরছি: বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক : ২০ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার জন্য প্রস্তুতি শুরু করেছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। প্রস্তুতি হিসেবে বিদেশি নেতাদের সঙ্গে টেলিফোনে যোগাযোগ শুরু করেছেন তিনি। মঙ্গলবার যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী, ফরাসি প্রেসিডেন্ট, জার্মান চ্যান্সেলরের সঙ্গে টেলিফোনে কথা বলেন বাইডেন।

বিশ্বনেতাদের সঙ্গে টেলিফোনালাপের বিষয়ে বাইডেন বলেন, ''আমি তাদের জানিয়েছি যে, আমেরিকা আবার ফিরে এসেছে। আমরা আবার খেলায় ফিরতে যাচ্ছি। গত সপ্তাহের নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প পরাজয় মেনে নিতে যে অস্বীকৃতি জানিয়েছেন, তা বিব্রতকর। কোনও কিছুই ক্ষমতা হস্তান্তর বন্ধ করতে পারবে না।

এর মধ্যেই ট্রাম্প টুইটবার্তায় বলেছেন, নির্বাচনে তিনি পরাজিত হয়েছেন বলে পূর্বাভাস দেওয়া হয়েছে, সেখানে আসলে তিনিই বিজয়ী হতে চলেছেন। প্রতি চার বছর পরপর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন হয়। ভোট গণনার ভিত্তিতে সেখানে বিজয়ী প্রার্থী সম্পর্কে পূর্বাভাস দিয়ে থাকে দেশটির গণমাধ্যম।

অঙ্গরাজ্যগুলোর ভোটের ফলাফলের আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। অনেক রাজ্যে ভোট গণনা চলছে। চূড়ান্ত ফলাফল ১৪ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের ইলেকটোরাল কলেজের সদস্যরা বৈঠকে ঘোষণা হবে। মঙ্গলবার বাইডেনের কাছে জানতে চাওয়া হয়, ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে পরাজয় মানতে অস্বীকৃতি জানিয়েছেন, বিষয়টিকে তিনি কীভাবে দেখছেন?

বাইডেন বলেন, ''সত্যি কথা বলতে, আমি মনে করি, এটা বিব্রতকর একটা ব্যাপার।'' মার্কিন প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠানের ইঙ্গিত দিয়ে বলেন, শেষ পর্যন্ত, আপনারা সবাই জানেন, ২০ জানুয়ারিরই পরিপূর্ণতা দেখা যাবে। বাইডেন বলেন, সত্যি কথা বলতে, কোনও কিছুই আমাদের থমকে দিতে পারবে না। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে