বুধবার, ১১ নভেম্বর, ২০২০, ০৯:৪৭:০৬

'হত্যার রাজনীতি করলে জনগণের সমর্থন পাওয়া যায় না'

'হত্যার রাজনীতি করলে জনগণের সমর্থন পাওয়া যায় না'

আন্তর্জাতিক ডেস্ক : মঙ্গলবারই ফল বেরিয়েছে বিহার নির্বাচনের। ২৪৩টি আসনের মধ্যে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট জিতেছে ১২৫ আসনে। মহাগঠবন্ধন পেয়েছে ১১০টি আসন। এই নির্বাচন ঘিরে প্রথম থেকেই ছিল টানটান উত্তেজনা। লড়াইও হাড্ডাহাড্ডি হয়েছে। যদিও শেষে বাজিমাত করেছে এনডিএ জোট। 

তবে নীতীশ কুমারের জেডিইউ এ বার খুব একটা ভাল ফল করতে পারেনি। বিজেপি তুলনামূলক অনেক ভাল ফল করেছে। অন্য দিকে, আরজেডিও যথেষ্ট টক্কর দিয়েছে। বিহার নির্বাচনের ফল ঘিরে বিজয়োত্সবে মেতেছিল দিল্লি। বুধবার বিজেপির সদর দফতরে দলের নেতা-কর্মীদের উদ্দেশে বার্তা দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিজেপির সদর দফতরের সামনে কয়েক হাজার কর্মী হাজির হয়েছেন। 

সদর দফতরে পৌঁছান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংসহ বিজেপির শীর্ষ নেতারা। বিজেপির সদর দফতরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পৌঁছতেই মোদী..মোদী রব তোলেন কর্মীরা। এ দিন দলের নেতা-কর্মীদের উদ্দেশে বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, ''বিহারের ফলেই স্পষ্ট, উন্নয়নই ভোটে জয়ের চাবি। কাজ করলে সমর্থন মিলবে।''

করোনা পরিস্থিতির মধ্যে ভোট করাটা খুব কঠিন কাজ ছিল। কিন্তু যে ভাবে সবাই মিলে এই ভোটকে এগিয়ে নিয়ে গিয়েছে তার জন্য তিনি কৃতজ্ঞ বলেই জানান মোদী। তিনি বলেন, ''আত্মনির্ভর বিহারের উপর মানুষ ভরসা রেখেছেন। আর সেটাই জয় এনে দিয়েছে।'' বিজেপির বার বার সাফল্যের পিছনে দলের গভর্ন্যান্স মডেল রয়েছে বলেও জানান মোদী।

মোদী বলেন, হত্যার রাজনীতি নয়, উন্নয়ন দিয়েই যে ভোটে জেতা যায়, বিহারের নির্বাচনের ফল সেটা দেখিয়ে দিল। হত্যার রাজনীতি করলে জনগণের সমর্থন পাওয়া যায় না। নির্বাচনের এই ফল আমাদের আরও কাজ করার অনুপ্রেরণা দেবে। আমরা দেশের মানুষের জন্য কাজ করে যাব, অনবরত করে যাব। নিজের পরিবার ও নিজের খেয়াল রেখে দিওয়ালি পালন করুন।

ভারতের প্রধানমন্ত্রী বলেন, কাল থেকেই খবরে দেখছি সাইলেন্ট ভোটার। বিজেপির কাছে রয়েছে সাইলেন্ট ভোটার। বার বারই এই সাইলেন্ট ভোটার বিজেপিকে আশীর্বাদ দিচ্ছে। আত্মনির্ভর বিহারের উপর যে আস্থা রেখেছে বিহারের মানুষ তার জন্য কৃতজ্ঞ। বিহারে বিশ্বাস জিতেছে। উন্নয়নই ভোটে জয়ের চাবি। দেশবাসীর কাছে আমি কৃতজ্ঞ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে