বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২০, ০৯:৪৬:২৬

এবার জো বাইডেনকে বিদেশি সরকারি শুভেচ্ছা বার্তা গ্রহণে বাধা

এবার জো বাইডেনকে বিদেশি সরকারি শুভেচ্ছা বার্তা গ্রহণে বাধা

আন্তর্জাতিক ডেস্ক : বিদেশি নেতাদের সরকারি শুভেচ্ছা বার্তা গ্রহণে বাইডেনকে বাধা দিচ্ছে ট্রাম্প প্রশাসন।৪৬তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাওয়া জো বাইডেনকে সরকারিভাবে পাঠানো শুভেচ্ছা বার্তাগুলো যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রণালয়ে জমা পড়ে আছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে এখর জানিয়েছে সিএনএন।

প্রেসিডেন্ট নির্বাচনে ইলকটোরাল ভোট বেশি পেয়ে জয় পেয়েছেন বাইডেন। ফলে বিভিন্ন দেশ থেকে বার্তা এসেছে পররাষ্ট্রমন্ত্রণালয়ে। নিয়মানুযয়ী এসব বার্তা বাইডেনকে পৌঁছে দেয়ার কথা। কিন্তু বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনও নির্বাচনের ফল মেনে না নেয়ায় তার প্রশাসন শুভেচ্ছা বার্তাগুলো বাইডেনের কাছে পৌঁছে দিচ্ছে না।

ফলে বাইডেনের লোকেরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনওরকম সহায়তা ছাড়াই ব্যক্তিগতভাবে বিদেশি নেতা এবং সরকারের সঙ্গে যোগাযোগ রক্ষা করতে বাধ্য হচ্ছে। এরই মধ্যে এমন ব্যক্তিগতভাবে ফোন কলে বাইডেন যোগাযোগ করেছেন কানাডা, যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স এবং আয়ারল্যান্ডের সঙ্গেও।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে