সোমবার, ০৪ জানুয়ারী, ২০১৬, ০৮:৫০:৩০

৪৮ ঘণ্টার মধ্যে ইরানি কূটনীতিকদের দেশত্যাগের নির্দেশ সৌদির

৪৮ ঘণ্টার মধ্যে ইরানি কূটনীতিকদের দেশত্যাগের নির্দেশ সৌদির

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের সাথে সকল প্রকার কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল সৌদি আরব। সেই সাথে ইরানের সকল কূটনীতিককে ৪৮ ঘণ্টার মধ্যে দেশত্যাগেরও নির্দেশ দেয়া হয়েছে। সৌদি আরবে শিয়া নেতা শেখ নিমর আল-নিমর এর মৃত্যুদণ্ড কার্যকর করার পর নানান ঘটনার জের ধরে এই ব্যবস্থা নেয়া হল। এই ঘটনার পর দেশ দুটিকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। শিয়া নেতা শেখ নিমর আল-নিমর এর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে আঞ্চলিক দুই দেশের মধ্যে উত্তেজনা ব্যাপকহারে বেড়েছে। ইরোপীয় ইউনিয়ন আশঙ্কা প্রকাশ করেছে যে, এই ঘটনায় মধ্যপ্রাচ্যে শিয়া-সুন্নী দ্বন্দ্ব আরো বেড়ে যেতে পারে। ইরানের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে উত্তেজনার সেই পারদ আরো একধাপ বাড়িয়ে দিয়েছে সৌদি আরব। এরই মধ্যে ইরানের বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগ এনে সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল যুবায়ের বলেছেন, ইরান অস্ত্র বিতরণ করছে এবং সৌদি আরবসহ এই অঞ্চলে সন্ত্রাসী সেল তৈরি করছে। এর ইতিহাস নেতিবাচক ও আগ্রাসী হস্তক্ষেপ ঘটনা; মৃত্যু ও ধ্বংস দিয়ে পরিপূর্ণ। আর একারণেই ইরানের সাথে সকল কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করছে। আর তাই ইরানের কূটনৈতিক মিশন, দূতাবাস, কনসুলেট এবং এই সংক্রান্ত অফিসের সকল কর্মকর্তাকে দুই দিনের মধ্যে সৌদি আরব ত্যাগের নির্দেশ দেয়া হয়েছে। এর আগে গতকাল শেখ নিমর আল-নিমরের মৃত্যুদণ্ড কার্যকরের প্রতিবাদে ইরানে শিয়া মতাবলম্বীরা তেহরানে সৌদি আরবের দূতাবাস ভবনে আগুন ধরিয়ে দিয়েছিলো। অন্যদিকে মুসলিম বিশ্বের শক্তিশালী দুই দেশ শিয়া অধ্যুষিত ইরান ও সুন্নি অধ্যুষিত সৌদি আরবের মধ্যে উদ্বেগ বাড়তে থাকায় দেশ দুটিকে শান্ত হবার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র। ০৪ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে