শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২০, ০৯:৪৫:০৫

পাকিস্তানের 'পাল্টা হামলা'য় ভারতীয় সেনাসহ নিহত ৭

পাকিস্তানের 'পাল্টা হামলা'য় ভারতীয় সেনাসহ নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক : জম্মু-কাশ্মীর সীমান্তে পাকিস্তানি সামরিক বাহিনীর হামলায় ভারতীয় ৩ সেনা নিহ'ত হয়েছেন। একই ঘটনায় আরও চার বেসামরিক নাগরিক নিহ'তের অ'ভিযো'গ করেছে ভারত। শুক্রবার (১৩ নভেম্বর) এ গো'লাগু'লির ঘ'টনা ঘ'টে বলে জানায় ভারতীয় সংবাদমাধ্যম।

এ ঘটনায় ভারতীয় বাহিনীর ২ সেনা এবং সীমান্ত সুরক্ষা বাহিনীর (বিএসএফ) একজন কমান্ডার নিহ'ত হন। নিহ'ত চার বেসামরিকের মধ্যে এক নারী রয়েছেন। ভারতীয় বাহিনী অভিযোগ করে, পাকিস্তান বিনা উস্কা'নিতে লাইন অব কন্ট্রোল (এলওসি) অতিক্রম করে আকষ্মিকভাবে ভারী মর্টার ও গোলা নিক্ষেপ করলে এ হ'তাহ'তের ঘটনা ঘটে। ভারতের পাল্টা হামলায় পাকিস্তানেরও বেশ কয়েকজন সেনা নিহ'ত ও আহ'তের দাবি করে ভারত। তবে সে সংখ্যা উল্লেখ করা হয়নি।

এদিকে, পাকিস্তান সেনাবাহিনী এক বিবৃতিতে এ ঘ'টনা সম্পর্কে উল্লেখ করে, ভারতীয় বাহিনী বিনা উস্কানিতে হঠাৎ করে দিনের শুরুতে রকেট ও মর্টার সেল হামলা চালায় পাকিস্তানের অভ্যন্তরে। এতে এক বেসামরিক লোক নিহ'ত ও তিনজন গুরুতর আহ'ত হন। ঘ'টনার পাল্টা জবাব হিসেবে ভারতে হা'মলা চালানো হয়।

ভারতের শ্রীনগরের পুলিশ কর্মকর্তা মোহাম্মদ আশরাফ বলেন, ''আমরা ২ ভারতীয় সেনা ও এক নারীসহ চারজন বেসামরিক নাগরিকের লা'শ উ'দ্ধার করেছি। তারা পাকিস্তান থেকে ছোঁড়া মর্টার শেলের গোলার আঘা'তে নিহ'ত হয়েছেন। আহ'ত হয়েছেন বেশ কয়েকজন, তাদের মধ্যে একজনের অবস্থা গু'রুতর। এ ঘ'টনায় দুটি বেসামরিক নাগরিকের বাড়ি ধ্বং'স হয়েছে।''

ভারতীয় সেনাবাহিনীর মুখপাত্র রাজেশ কালিয়া বলেন, ''পাকিস্তান আগে মর্টার শেল দিয়ে হা'মলা করলে উত্তে'জনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।'' অন্যদিকে, পাকিস্তান আর্মি দাবি করেছে, বৃহস্পতিবার রাত থেকে শুরু হয়েছে উত্তে'জনা। প্রথমে ভারতীয় বাহিনী পাকিস্তানে হা'মলা চালায়।''

জম্মু-কাশ্মীরের পিপলস কনফারেন্স নেতা সাজ্জাদ গণি লোন ওই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, ''পুঞ্চ, উরি ও তংধারে গোলাগুলিতে নিরীহরা প্রাণ হারিয়েছে। এই ঘটনার নিন্দা করার জন্য কোনও শব্দই যথেষ্ট নয়। প্রশাসন আহত পরিবারগুলোকে সহায়তা প্রদান করবে বলে আশা করা হচ্ছে। ওই অঞ্চলের মানুষের প্রতি আমার সমবেদনা।''

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে