শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২০, ০৯:৫৯:৫৪

অক্সফোর্ডের করোনা টিকার ৪ কোটি ডোজ প্রস্তুত সিরাম ইনস্টিটিউটে!

অক্সফোর্ডের করোনা টিকার ৪ কোটি ডোজ প্রস্তুত সিরাম ইনস্টিটিউটে!

আন্তর্জাতিক ডেস্ক : ব্রিটেনের অক্সফোর্ডের করোনা টিকা অ্যাস্ট্রাজেনেকার ফর্মুলায় প্রায় ৪ কোটি ডোজ করোনা ভ্যাকসিন এরইমধ্যে প্রস্তুত করে রেখেছে ভারতের সিরাম ইনস্টিটিউট। শিগগিরই বিশাল পরিসরে ভ্যাকসিনটি গণহারে প্রয়োগের আবেদন করা হবে বলেও জানানো হয়েছে।

এদিকে, রাশিয়ার তৈরি করোনা ভ্যাকসিন স্পুটনিক ফাইভের ক্লিনিকাল ট্রায়াল ভারতে পরিচালনার উদ্দেশে এরইমধ্যে টিকার প্রাথমিক ডোজ হায়দ্রাবাদের ড. রেড্ডিস ল্যারবেরটরিতে এসে পৌঁছেছে।ভারতের সিরাম ইনস্টিটিউট জানিয়েছে, অক্সফোর্ডের করোনা টিকার ৪ কোটি ডোজ প্রস্তুত ভারতেসফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিনের ফর্মুলায় তারা এরইমধ্যে ৪ কোটি ডোজ টিকা উৎপাদনে সক্ষম হয়েছে। 

শিগগিরই বিশাল পরিসরে ভ্যাকসিনটি গণহারে প্রয়োগের জন্য আবেদন করা হবে বলেও জানানো হয়। ভ্যাকসিনটির চূড়ান্ত পর্যায়ের পরীক্ষার জন্য এরইমধ্যে ১৬শ' স্বেচ্ছাসেবী নিয়োগ করা হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের নোভাভ্যাক্স করোনা টিকার প্রতিদ্বন্দ্বী হিসেবে পরিচিত এই সিরাম ইনস্টিটিউট। এরমধ্যেই, ভারতে রাশিয়ার তৈরি করোনার টিকা 'স্পুটনিক ফাইভ' এর দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের ট্রায়ালের লক্ষ্যে ভ্যাকসিনটির প্রাথমিক চালান দেশটিতে এসে পৌঁছেছে।

হায়দ্রাবাদের ড. রেড্ডি'স ল্যাবরেটরির তত্ত্বাবধানে শিগগিরই ভারতে ভ্যাকসিনটির পরীক্ষা শুরুর কথা রয়েছে। লাতিন আমেরিকার দেশগুলোর জন্য একটি কার্যকর করোনা টিকা বাজারে আনার লক্ষ্যে সবার চেয়ে এগিয়ে আছে কিউবা। ব্রাজিল ও মেক্সিকোকে ছাড়িয়ে এরইমধ্যে দেশটির তৈরি করোনা টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন নিয়ে ক্লিনিকাল ট্রায়াল শুরু করেছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে