শনিবার, ১৪ নভেম্বর, ২০২০, ০৪:৪৮:১৩

অবশেষে আত্মবিশ্বাসে ফাটল, ট্রাম্পের গলায় 'পরাজয়ের সুর'

অবশেষে আত্মবিশ্বাসে ফাটল, ট্রাম্পের গলায় 'পরাজয়ের সুর'

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন জনমত স্পষ্ট জো বাইডেনের দিকে। রাশিয়াসহ কয়েকটি মুষ্টিমেয় দেশ ছাড়া চীন-সহ প্রায় সব দেশই বাইডেনকে আমেরিকার পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে মেনে নিয়ে অভিনন্দন জানিয়েছেন। হোয়াইট হাউস দখলে রাখার আইনি লড়াইয়েও ধাক্কা খেয়েছে রিপাবলিকান শিবির। 

সব মিলিয়ে বাইডেনের পর এই প্রথম জনসমক্ষে করোনা নিয়ে বক্তব্য রাখলেন ডোনাল্ড ট্রাম্প। তবে এদিন তার গলায় স্পষ্ট ছিল পরাজয় মেনে নেওয়ার ইঙ্গিত। এদিন, করোনা নিয়ে ট্রাম্প সাফ জানান, তিনি আর কোনও লকডাউন করবেন না। তবে 'সময় বলবে' আগামীদিনে হোয়াইট হাউসে 'নতুন প্রশাসন' আসলে তারা লকডাউনের পথে হাঁটবে কি না। তিনি বলেন, 'আমরা লকডাউন করব না। আমি করবই না। এই প্রশাসন লকডাউন হতে দেবে না। কিন্তু ভিবিষ্যতে কোন প্রশাসন আসবে কে জানে। সময়ই এক্ষেত্রে শেষ কথা বলবে।' 

বিশ্লেষকদের মতে, যদিও ডোনাল্ড ট্রাম্প নিজের মুখে পরাজয়ের কথা এতদিন স্বীকার করেননি। বৈধ ভোটে নিজেকেই বিজয়ী হিসেবে দাবি করে, বিষয়টিকে আদালত পর্যন্ত টেনে নিয়ে গিয়েছেন। বারবার বলেছেন জয়-পরাজয়ের নির্ণায়ক চূড়ান্ত হবে আদালতে। এ হেন ট্রাম্প কিন্তু এবার মনে মনে পরাজয় স্বীকার করে নিয়েছেন। শুক্রবার ডেমোক্র্যাট চ্যালেঞ্জার জো বাইডেনকে তার উত্তরসূরি হিসেবে স্বীকার করে, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে তার পরাজয়ের ইঙ্গিত দিয়েছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে