‘পতনের দ্বারপ্রান্তে সৌদি আরব’
আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের রাজতান্ত্রিক সরকার পতনের কাছাকাছি রয়েছে বলে মন্তব্য করেছে লেবাননের শিয়া সংগঠন হিজবুল্লাহ। সংগঠনটির মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, শেখ নিমরের মৃত্যুদণ্ডের ঘটনা হিজবুল্লাহ হাল্কাভাবে নেবে না।
সৌদি আরবের শিয়া নেতা আয়াতুল্লাহ শেখ নিমরের মৃত্যুদণ্ড কার্যকর করার পর তার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হিজবুল্লাহ মহাসচিব রোববার এ কথা বললেন।
হাসান নাসরুল্লাহ বলেন, যখন কোনো সরকার উদভ্রান্তের মতো আচরণ করে তার অর্থ দাঁড়ায়, ওই সরকার পতনের অতল গহ্বরের কাছে পৌঁছে গেছে।
তিনি বলেন, দুর্নীতিবাজ, সন্ত্রাসী সৌদি সরকারের পতনের চিহ্ন ফুট উঠেছে। আমাদের ভাইদের শাহাদাত এবং আমাদের রক্ত বৃথা যাবে না বরং তারা ভীত হবে এবং অবশ্যই তারা পালাবে।
হিজবুল্লাহ মহাসচিব টেলিভিশন ভাষণে বলেন, সৌদি সরকারের সমালোচনা করা দেশটিতে সম্পূর্ণ নিষিদ্ধ; কোনো সম্প্রদায়ের আলেমই সৌদি সরকারের অনুসৃত কোনো নীতি নিয়ে প্রশ্ন তুলতে পারেন না। তিনি আরো বলেন, কেউ সৌদি সরকারের সমালোচনা করলেই মৃত্যুদণ্ডের মুখে পড়েন। এই যে দেশের অবস্থা সেই সৌদি আরব আবার মধ্যপ্রাচ্যে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে।
সৌদি সরকার রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে শনিবার আয়াতুল্লাহ নিমরের মৃত্যুদণ্ড কার্যকর করে। এর আগে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছিল, শেখ নিমরের মৃত্যুদণ্ডের আদেশ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত, ফলে তার মৃত্যুদণ্ডের আদেশ বাতিল করতে হবে। কিন্তু সৌদি সরকার কোনো কথায় কান দেয় নি।
০৪ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস
�