সোমবার, ১৬ নভেম্বর, ২০২০, ০৫:১১:১৮

'জয় মেনে নেয়ার এখনই সময়', ট্রাম্পকে আহ্বান ওবামার

'জয় মেনে নেয়ার এখনই সময়', ট্রাম্পকে আহ্বান ওবামার

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী জো বাইডেনকে মেনে নিতে ডোনাল্ড ট্রাম্পকে আহ্বান জানিয়েছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা।  তিনি বর্তমান প্রেসিডেন্টকে উদ্দেশ করে বলেছেন– জো বাইডেনের জয় মেনে নেয়ার এখনই সময়। সাবেক ডেমোক্র্যাট প্রেসিডেন্ট ওবামা এও বলেন, মার্কিনিরা বিভক্ত হয়ে পড়েছে। খবর এনডিটিভির।
 
সিএনবিসি নিউজের সিক্সটি মিনিটস অনুষ্ঠানে সাক্ষাৎকারে ওবামা এক প্রশ্নের জবাবে বলেন, অবশ্যই বাইডেনকে মেনে নেয়ার এখনই সময়। কোনো কোনো রাজ্যের ভোটের ফল জানা না গেলেও প্রকাশিত ফলে এই আভাসই মিলেছে যে, বাইডেন পপুলার ও ইলেকটোরাল ভোটে জয়ী হয়েছেন। ট্রাম্প যেসব অভিযোগ করেছেন, সেগুলো ধোপে টেকেনি। 

নির্বাচনের ফল উল্টে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। তাই ট্রাম্পের উচিত আর দেরি না করে বাইডেনকে মেনে নেয়া। যুক্তরাষ্ট্রের চরম বিভক্ত সমাজ নিয়ে উদ্বেগের কথা বলেছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি বলেন, সাম্প্রতিক নির্বাচনের মাধ্যমে দেশটির সমাজের চরম বিভক্তি প্রকাশ পেয়েছে। শুধু এক নির্বাচনের মধ্য দিয়েই মার্কিন সমাজের এ বিভক্তি দূর হবে না বলে তিনি উল্লেখ করেছেন।  

এক প্রশ্নের জবাবে ট্রাম্পকে উদ্দেশ্য করে ওবামা বলেন, ''যখন আপনার সময় শেষ হয়ে গেছে, তখন দেশের স্বার্থেই আপনার সিদ্ধান্ত নেয়া উচিত। নিজের একগুঁয়েমি, স্বার্থ ও হতাশার ঊর্ধ্বে দেশের স্বার্থকে বড় করে দেখা উচিত।'' ৩ নভেম্বরের নির্বাচনে পরাজয় মেনে নেননি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনে উভয় প্রার্থী কাছাকাছি ভোট পেয়েছেন। 

বারাক ওবামা বলেন, 'দুই প্রার্থীর সাত কোটির বেশি ভোট পাওয়া প্রমাণ করে আমেরিকার সমাজ কতটা বিভক্ত হয়ে পড়েছে।' এ নিয়ে তার মধ্যে কোনো উদ্বেগ কাজ করছে কিনা? এমন প্রশ্নের জবাবে বারাক ওবামা বলেন, অবশ্যই। এমন বাস্তবতায় গণতান্ত্রিক কাজকর্ম চালিয়ে যাওয়া বেশ দুরূহ হয়ে ওঠে। বারাক ওবামা এবারের নির্বাচনে বাইডেনের পক্ষে মাঠে কাজ করেছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে