মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২০, ০৭:১৬:০২

বিদায়ের আগেই ইরাক-আফগানিস্তান থেকে সেনা ফেরাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প

বিদায়ের আগেই ইরাক-আফগানিস্তান থেকে সেনা ফেরাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : বিদায়ের আগেই ইরাক ও আফগানিস্তান থেকে আরও প্রায় তিন হাজার মার্কিন সেনা প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের এক নির্বাহী আদেশে বলা হয়েছে, আফগানিস্তানে মার্কিন সেনার সংখ্যা পাঁচ হাজার থেকে কমিয়ে দুই হাজার পাঁচশ করা হবে। আর ইরাকে তিন হাজার থেকে কমিয়ে করা হবে দুই হাজার পাঁচশ। 

তবে এই নির্বাহী আদেশ এখনো সেনা কমান্ডারদের কাছে পাঠানো হয়নি। মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তাদের বরাত দিয়ে এপি জানিয়েছে, আগামী বছরের জানুয়ারির মধ্যে এসব সেনা প্রত্যাহার সম্পন্ন হবে। এর আগে এক দফায় ইরাক ও আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করেছেন ডোনাল্ড ট্রাম্প। 

বিভিন্ন দেশে মার্কিন বাহিনীর হস্তক্ষেপকে ব্যয়বহুল ও অকার্যকর হিসেবে আখ্যায়িত করে সমালোচনা বেশ কয়েকবার সমালোচনা করেছেন ট্রাম্প। তবে মধ্যপ্রাচ্যের শীর্ষ মার্কিন সেনা কমান্ডার জেনারেল কেন্নেথ ম্যাকেঞ্জি জানান জঙ্গি গোষ্ঠী আইএস'র চূড়ান্ত বিনাশ করার জন্য ইরাকের নিরাপত্তা বাহিনীকে পরামর্শ ও সহায়তা দেওয়া অব্যাহত রাখবে মার্কিন বাহিনী। সূত্র : এপি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে