মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২০, ০৯:২৫:৫৬

এবার রাশিয়ার চোখ আফ্রিকার উত্তরাঞ্চলের দেশ সুদানে

এবার রাশিয়ার চোখ আফ্রিকার উত্তরাঞ্চলের দেশ সুদানে

আন্তর্জাতিক ডেস্ক : আফ্রিকা মহাদেশের উত্তরাঞ্চলের দেশ সুদানে শক্তিশালী নৌ-ঘাঁটি নির্মাণে প্রতিরক্ষা মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরের পরিকল্পনা দ্রুত শুরুর তাগিদ দেন রুশ প্রেসিডেন্ট। তুর্কি গণমাধ্যম আনাদোলু এজেন্সির খবরে বলা হয়েছে, নিজেদের শক্তি আরও ছড়িয়ে দিতে মিত্র দেশে নৌ ঘাঁটি নির্মাণের পরিকল্পনা নিয়েছে দেশটি। 

বিশেষ করে সমুদ্রে নিজেদের শক্তি বেগবান করতেই তৎপর হয়েছে রাশিয়া। সমুদ্রে চলাচলকারী রুশ জাহাজগুলোর মেরামত ও কারিগরি পৃষ্ঠপোষকতা প্রদান এবং এসব জাহাজের নাবিকদের বিশ্রাম নেয়ার লক্ষ্যে রাশিয়ার এ ধরনের ঘাঁটি প্রয়োজন বলে খার্তুমকে জানিয়েছিল মস্কো। রাশিয়ার এমন প্রস্তাব গ্রহণও করেছে সুদান।

ইতিমধ্যে রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন সুদানের সঙ্গে সম্ভাব্য সামরিক চুক্তির খসড়াটি পুতিনের কাছে হস্তান্তর করেছেন। চুক্তির খসড়ায় বলা হয়েছে, নৌ সামরিক ঘাঁটি নির্মাণের জন্য সুদান রাশিয়াকে বিনামূল্যে জমি সরবরাহ করবে। অন্যদিকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাসহ ওই ঘাঁটির সার্বিক নিরাপত্তা রক্ষার সব সামরিক সরঞ্জাম ও সমরাস্ত্র সুদান সরকারের নিয়ন্ত্রণে দিয়ে দেবে রাশিয়া।

মস্কো বলছে, ''কোনো দেশের সঙ্গে যুদ্ধের পরিচালনার জন্য সুদানে নৌ ঘাঁটি তৈরির পদক্ষেপ নেয়া হয়নি। মূলত ওই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার লক্ষ্যেই দু'দেশ ঐক্যমতে পৌঁছেছে।'' অবস্থানগত দিক থেকে সুদানের অবস্থান উত্তর আফ্রিকায়। লৌহিত সাগরের সাথে দেশটির ৮৫৩ কিলোমিটার উপকূল রয়েছে। উত্তরে মিসর, পূর্বে ইথিওপিয়া ও ইরিত্রিয়া, দক্ষিণ-পূর্বে কেনিয়া ও উগান্ডা, দক্ষিণ-পশ্চিমে কঙ্গো ও মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, পশ্চিমে শাদ ও উত্তর-পশ্চিমে লিবিয়া। এর বেশির ভাগ ভূমি সমতল।

তবে দেশটির বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে রয়েছে পর্বতমালা। পৃথিবীর দীর্ঘতম নদ নীলের একটি অংশ সুদানের রাজধানী খার্তুমের মধ্য দিয়ে অতিবাহিত হয়েছে। সুদানের দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাত বেশি হয়। উত্তরে নুবিয়ান অঞ্চলে সামান্য মরুভূমি রয়েছে। তবে দেশটিতে মরুকরণ অব্যাহত রয়েছে। লৌহিত সাগরের সাথে দেশটির ৮৫৩ কিলোমিটার উপকূল রয়েছে। আয়তনে আফ্রিকা মহাদেশে সবচেয়ে বড় ও বিশ্বে দশম সুদান। এর আয়তন ২৫ লাখ ৫ হাজার ৮১০ বর্গকিলোমিটার। দেশটির ৭০ শতাংশ জনগণই ইসলাম ধর্মাবলম্বী। আদিবাসী ২৫ শতাংশ ও মাত্র ৫ শতাংশ খ্রিষ্টান।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে