সোমবার, ০৪ জানুয়ারী, ২০১৬, ১০:৪৬:৫৮

আমেরিকা-রাশিয়া নয়, ছোট একটি দেশকে ভয় পায় আইএস!

আমেরিকা-রাশিয়া নয়, ছোট একটি দেশকে ভয় পায় আইএস!

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়া ও ইরাকের বিস্তির্ণ এলাকা নিয়ন্ত্রণকারী ইসলামিক স্টেট বা আইএস শুধু মাত্র একটি দেশকেই ভয় পায়। সেই দেশটিও মধ্য প্রাচ্যের আরেক কুখ্যাত রাষ্ট্র। আরবরা তার সাথে দুই বার যুদ্ধ করে হেরে গেছে। এখন রাষ্ট্রটি পুরো আরব বিশ্বের ক্যন্সারে পরিণত হয়েছে। এই দানব রাষ্ট্রটির নাম ইহুদিবাদী ইসরাইল। এক সাক্ষাৎকারে এমনটাই জানালেন আইএস কর্তৃক অপহ্নত এবং পরে মুক্তি পাও একমাত্র পশ্চিমা সাংবাদিক জুরগেন তোডেনহোফার। এই জার্মান সাংবাদিক জানিয়েছেন, পশ্চিম এশিয়ায় উপনিবেশ তৈরির জন্য আইএসের প্রথম দফায় যে পরিকল্পনা, তার মধ্যে নেই ইসরাইল। সাংবাদিক জানিয়েছেন, আইএস জঙ্গিরা তাকে জানিয়েছে, যে তারা ইসরাইলকে ভয় পায়। তারা জানে ইসরাইলের সামরিক শক্তি তাদের চেয়ে অনেক বেশি শক্তিশালী। তারা মনে করে, আমেরিকা এবং ব্রিটেনকে হারানো সম্ভব। কারণ, গেরিলা যুদ্ধের মোকাবিলা করার কোনও অভিজ্ঞতা নেই। কিন্তু গেরিলা বা জঙ্গিদের বিরুদ্ধে লড়াইতের ক্ষেত্রে ইসরাইল অত্যন্ত শক্তিশালী প্রতিপক্ষ। প্রসঙ্গত, আইএসের বিরুদ্ধে ইরাক এবং সিরিয়া মার্কিনি জোট বাহিনীর লড়াইয়ে অংশ নেয়নি ইসরাইল। ০৪ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে