বুধবার, ১৮ নভেম্বর, ২০২০, ০৮:১৫:৪৬

২৬/১১ হামলা নিয়ে ভারতের কংগ্রেস সরকারকে বিঁধলেন বারাক ওবামা

২৬/১১ হামলা নিয়ে ভারতের কংগ্রেস সরকারকে বিঁধলেন বারাক ওবামা

আন্তর্জাতিক ডেস্ক : সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা তার আত্মকথা এ প্রমিজ ল্যান্ড শীর্ষক বইয়ে, ২৬/১১ মুম্বাই বিস্ফোরণ নিয়ে বলতে গিয়ে বলেন, মুম্বাই হামলার পরে তত্‍কালীন ভারতের কংগ্রেস সরকার ও প্রধানমন্ত্রী মনমোহন সিং পাকিস্তানের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেননি।

নিজের স্মৃতিকথায় কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং নেত্রী সোনিয়া গান্ধীকে আক্রমণ করার পর কটাক্ষ করলেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে। ওবামা বলেন, দেশে মুসলিম বিরোধী মনোভাব বৃদ্ধি পাচ্ছে যা দেশে বিজেপিকে ক্ষমতায় আস্তে সাহায্য করবে। মনমোহন সিংহের কোনো সমর্থক সংখ্যা ছিল না বলেই তাকে সোনিয়া গান্ধী এই আসনে বসিয়েছিলেন।

সম্প্রতি নিজের স্মৃতিকথায় লেখা বিভিন্ন বিষয়ের জন্য সমালোচনার মুখে পড়েছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। এই বইয়ে তিনি ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধীর বিষয়েও নিজের অভিমত লেখেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে