সোমবার, ০৪ জানুয়ারী, ২০১৬, ১১:১১:৩৯

আইএস তৈরি করেছেন ওবামা: মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী ট্রাম্প

আইএস তৈরি করেছেন ওবামা: মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টনের বিদেশ নীতির কারণেই আইএসের মত জঙ্গিগোষ্ঠীর জন্ম হয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এর আগে আরও দুই প্রেসিডেন্ট পদপ্রার্থী কারলি ফায়োরিনা ও রিক সানটোরামও একই অভিযোগ তুলেছিলেন। তাঁদেরও দাবি, আইএস উত্থানে হাত রয়েছে ওবামার। শনিবার দেশটির মিসিসিপিতে এক প্রচারসভায় একথা বলেন ট্রাম্প। যদিও এর জন্য কোনও প্রমাণ তিনি পেশ করেননি। তেহরানে সৌদি দূতাবাসের সামনে ইরানিদের বিক্ষোভ ও হামলা প্রসঙ্গেও ট্রাম্প বলেন, সৌদিতে বরাবরই দখল নিতে চায় ইরান। কারণ তারা তেল চায়। এছাড়া মধ্যপ্রাচ্যের দেশগুলির বর্তমান অশান্ত পরিস্থিতির জন্য জর্জ ডব্লু বুশকেও দায়ি করেন তিনি। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট পদের অন্যতম গুরুত্বপূর্ণ প্রার্থী হিলারি ক্লিন্টনকে চাপে রাখতে উঠেপড়ে লেগেছেন ট্রাম্প। কারণ ক্লিন্টন প্রার্থী হিসেবে সবথেকে শক্তিশালী ও তাঁর স্টেট ডিপার্টমেন্ট সামলানোর অভিজ্ঞতা রয়েছে। কয়েকদিন আগে মুসলিম শরণার্থীদের আমেরিকা ছাড়া করার কথা বলেছিলেন ট্রাম্প। সেই বক্তব্যের প্রত্যুত্তরে ক্লিন্টন বলেছিলেন, ট্রাম্প দিনে দিনে আইএসের নিয়োগকারী হয়ে উঠছে। ০৪ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে