জঙ্গী এখনও বিমানঘাঁটিতে, প্রশ্নের মুখে সেনাবাহিনী ও মোদী
আন্তর্জাতিক ডেস্ক : হামলা শুরু হওয়ার ১৬ ঘণ্টার মধ্যে সেনাবাহিনী ঘোষণা করেছিল, হামলায় অংশ নেয় চার জঙ্গী, অভিযানও শেষ। কিন্ত্ত পাঠানকোট বিমানঘাঁটিতে দীর্ঘস্থায়ী হল না সেই 'শান্তি'৷ রবিবার দুপুর থেকে সেখানে লুকিয়ে থাকা আরও অন্তত দুই জঙ্গীর সঙ্গে ফের গুলির লড়াই শুরু হল নিরাপত্তাবাহিনীর৷ তা চলে রাত পর্যন্ত। ঘটনার দেড় দিন কেটে যাওয়ার পরও জঙ্গীদের সংখ্যা জানাতে ব্যর্থ হওয়া এবং গোটা অভিযান জুড়ে চূড়ান্ত ধোঁয়াশা বজায় রাখার জেরে প্রশ্নের মুখে পড়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার ও সেনাবাহিনী। এখবর দিয়েছে দেশটির সংবাদমাধ্যম এই সময়।
প্রতিবেদনে বলা হয়, দেশজোড়া সমালোচনার মুখে এ দিন সন্ধ্যায় কর্নাটক সফর সেরে ফিরে তড়িঘড়ি পাঠানকোটের পরিস্থিতি খতিয়ে দেখতে উচ্চ পর্যায়ের বৈঠকে বসেন মোদী৷ ঘণ্টা দুয়েক ধরে চলা ওই বৈঠকে হাজির ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং বিদেশসচিব এস জয়শঙ্কর সহ শীর্ষ আধিকারিকরা৷ রবিবার সকাল ৯টা নাগাদ পাঠানকোটের বায়ুসেনার ওই ঘাঁটিতে ফের চিরুনি তল্লাশি শুরু করেন নিরাপত্তারক্ষীরা৷ তল্লাশি অভিযানে সাহায্য করার জন্য বায়ুসেনার কয়েকটি হেলিকপ্টারকেও ওই বিমানঘাঁটির উপরে উড়তে দেখা যায়৷
দুপুর বারোটা নাগাদ বিক্ষিন্ত ভাবে গুলির শব্দ ভেসে আসতে থাকে বিমানঘাঁটির ভিতর থেকে৷ বেশ কয়েক বার বিস্ফোরণের শব্দও শোনা যায়৷ তখনই সন্দেহটা দানা বাঁধতে থাকে৷ দুপুর পৌনে দু'টো নাগাদ সেনা সূত্রে জানানো হয় , শনিবারের সংঘর্ষের পরেও বিমানঘাঁটির ভিতরে গা -ঢাকা দিয়ে রয়ে গিয়েছিল দু'জন জঙ্গি৷ তাদের সঙ্গেই ফের গুলির লড়াই শুরু হয়েছে ন্যাশনাল সিকিউরিটি গার্ড (এনএসজি ), সেনা , বায়ুসেনা ও পাঞ্জাব পুলিশের জওয়ানদের নিয়ে গঠিত নিরাপত্তাবাহিনীর৷ পাঁচ কোম্পানি (৫০০ জনের ) অতিরিক্ত বাহিনীও পাঠানো হয়েছে ঘটনাস্থলে৷ পরিস্থিতি আঁচ করে সাংবাদিক বৈঠক ডাকেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব রাজীব মেহরিশি৷ তিনি বলেন, 'আমরা নিশ্চিত যে অন্তত দু'জন বা তার বেশি সংখ্যক জঙ্গি এখনও বিমানঘাঁটির মধ্যে থেকে গিয়েছে৷ কারণ, নতুন করে দু'দিক থেকে গুলি চালিয়েছে জঙ্গিরা৷ ঠিক কতজন জঙ্গি পাঠানকোটে হামলা চালিয়েছে, তা জানতে গেলে নিরাপত্তারক্ষীদের অভিযান শেষ হওয়া এবং (নিহত জঙ্গিদের ) দেহ গোনা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে৷ ' রাত ৮টা নাগাদ খবর আসে, আরও একজন জঙ্গিকে নিকেশ করা গিয়েছে৷ রবিবার রাত পর্যন্ত গোলাগুলি ও বিস্ফোরণের শব্দ শুনতে পান স্থানীয় বাসিন্দারা৷
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী রাজনাথ সিং গতকাল 'পাঁচ জঙ্গিকে' নিকেশ করার জন্য একটি টুইট করলেও পরে তা উড়িয়ে দেন৷ সাংবাদিকরা রবিবার তা নিয়ে প্রশ্ন করলে মেহরিশি বলেন, 'আমি খাঁটি তথ্য দিচ্ছি৷ অন্যরা কী বলছে, জানি না৷ গুরদাসপুরের যে পুলিশ সুপারকে জঙ্গিরা (বৃহস্পতিবার ) অপহরণ করেছিল, তিনি চার জন জঙ্গিকে দেখেছিলেন৷ 'এর পর দশের (দেশ ) পাতায় নিরাপত্তার চোখে ঘুম পৃঃ ২ নৌবহরের সুরক্ষা পৃঃ ১০সকাল ১০টা : পাঠানকোটে বিমানঘাঁটিতে নতুন করে বিস্ফোরণসকাল ১১.৩০ : হাসপাতালে তিন আহত জওয়ানের মৃত্যু১২.৪০ : নিহত জঙ্গির দেহে বুবি ট্র্যাপ করা বিস্ফোরকে এনএসজি -র লেফটেন্যান্ট কর্নেল নিরঞ্জন কুমারের মৃত্যুবেলা ২টো : পাঠানকোটের বিমানঘাঁটিতে ফের শুরু গুলির লড়াই ২.০৫ : প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে দেখা করে রিপোর্ট দিলেন প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিকর ৩.৩০ : বিমানঘাঁটিতে লুকিয়ে থাকা পঞ্চম জঙ্গিকে মারল নিরাপত্তাবাহিনী ৪.৫০ : ফের বিস্ফোরণ বিমানঘাঁটিতে ৬.৪০ : পাকিস্তান নিয়ে কৌশলগত আলোচনায় বসলেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ ৮.৩০ : পাঠানকোটের ঘটনা নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে মোদী, সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ও বিদেশসচিব এস জয়শঙ্কর ৯.১৫ : চিরুনি তল্লাশির সময় ফের বিস্ফোরণ পাঠানকোট বিমানঘাঁটির ভেতর}রাত পর্যন্ত ধরা পড়েনি ঘাঁটিতে লুকিয়ে থাকা ষষ্ঠ জঙ্গিপাঠানকোটে জারি লড়াইবায়ুসেনার ঘাঁটির বাইরে তlত্পর সেনা৷
০৪ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস
�