রবিবার, ২২ নভেম্বর, ২০২০, ০৪:৪৯:৪২

করোনার টিকা যেন বিশ্বের সবাই পায়: এরদোগান

করোনার টিকা যেন বিশ্বের সবাই পায়: এরদোগান

আন্তর্জাতিক ডেস্ক : করোনার টিকা আবিষ্কৃত হলে তা যেন বিশ্বের সব দেশই পায়- তা নিশ্চিত করতে বিশ্বনেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। সৌদি আরবের রিয়াদে শনিবার জি-২০ সম্মেলনে বিশ্বনেতৃবৃন্দের প্রতি ওই আহ্বান জানান তুর্কি প্রেসিডেন্ট। 

সম্মেলনে এরদোগান জানিয়েছেন, তুরস্ক জার্মানির একটি গবেষক দলের করোনা ভাইরাসের টিকার ব্যাপারে বেশ আশাবাদী। মার্কিন ওষুধ তৈরির প্রতিষ্ঠান ফাইজারের সঙ্গে যৌথভাবে গবেষণা চালাচ্ছে জার্মান প্রতিষ্ঠান বায়োএনটেক। এর আগে সৌদ আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজের সঙ্গে ফোনে কথা বলেছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান।

শুক্রবার তাদের মধ্যে এই বিরল ফোনালাপ হয় বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। মূলত সৌদি আরবে শুরু হওয়া অর্থনৈতিক ফোরাম জি-২০ সম্মেলনকে কেন্দ্র করে তাদের মধ্য এ ফোনালাপ হয়। দুই নেতা দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের বিভিন্ন উপায় নিয়ে আলোচনা করেছেন। সূত্র : ডেইলি সাবাহ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে