রবিবার, ২২ নভেম্বর, ২০২০, ০৬:৩৯:৩৮

ক্যানসার আক্রান্ত, প্রেসিডেন্টের ক্ষমতা ছাড়ছেন পুতিন!

ক্যানসার আক্রান্ত, প্রেসিডেন্টের ক্ষমতা ছাড়ছেন পুতিন!

আন্তর্জাতিক ডেস্ক : ক্যানসার আক্রান্ত হয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুধু ক্যানসার নয়, তার শরীরে পারকিনসন রোগেরও লক্ষণও দেখা দিয়েছে। ফলে ২০২১ সালের শুরুতে ক্ষমতা ছাড়তে হতে পারে বর্তমান বিশ্বের আলোচিত এই প্রেসিডেন্টকে। জানা গেছে, চলতি  বছরের ফেব্রুয়ারি মাসে একবার জরুরি ভিত্তিতে পুতিনের অপারেশন করা হয়েছে।

পুতিনের ক্যানসার হওয়ার খবরটি প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যম দ্য সান এবং দ্য মেইল অনলাইন। তবে পুতিনের পারকিনসন রোগ আছে এমন দাবি উড়িতে দিয়েছে ক্রেমলিন। এ প্রসঙ্গে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, প্রেসিডেন্ট পুতিন সুস্থ আছেন এবং ভালো আছেন। এ মুহূর্তে তার পদত্যাগের কোনো পরিকল্পনা নেই।

জানা গেছে, পুতিনের দ্বিতীয় ডায়াগনোসিসে পারকিনসন ধরা পড়ালেও তা তার শারীরিক অবস্থা এত ভয়াবহ নয়। তবে এর ফলে পুতিনের জনসমক্ষে আসা কিছুটা সীমিত করা হতে পারে। তবে ক্যানসারের কারণে ভুগতে হতে পারে পুতিনকে। রাশিয়ার প্রেসিডেন্টের বর্তমান বয়স ৬৮। ক্যানসার ও অসুস্থতার জন্য সত্যি যদি ক্ষমতা ছেড়ে দেন তাহলে কে হবে পুতিনের উত্তরসূরি সে প্রশ্নই ঘুরছে আন্তর্জাতিক অঙ্গনে। 

সেক্ষেত্রে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, ক্ষমতা ছাড়লেও আগে থেকেই মেয়ে ক্যাটেরিনা টিকোনোভাকে (৩৪) গড়ে প্রস্তুত করে রেখেছেন পুতিন। সম্প্রতি রাশিয়ার একটি টেলিভিশনে প্রচারিত এক আলোচনায় পুতিনকে কাশতে দেখা যায়। এরপর এ সপ্তাহের শুরুর দিকেই তার কোনো স্বাস্থ্যগত কোনো সমস্যা নেই বলে জানিয়ে দেয় ক্রেমলিন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে