মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২০, ০৬:৪৬:১০

মার্কিন রণতরীকে ধাওয়া করে তাড়িয়ে দিলো রাশিয়া

মার্কিন রণতরীকে ধাওয়া করে তাড়িয়ে দিলো রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের একটি রণতরীকে ধাওয়া করেছে রাশিয়ার রণতরী, এমন দাবি করা হয়েছে মস্কোর পক্ষ থেকে। ওয়াশিংটনের মিসাইল বিধ্বংসী অস্ত্র বহনকারী ইউএসএস এস ম্যাককেইন রণতরীকে ধাওয়া করা হয়েছে বলে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে। 

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, রাশিয়ার জলসীমায় প্রবেশ করার কারণে মস্কো ওই রণতরীকে ধাওয়া করে তাড়িয়ে দেয়। জাপান সাগরে রাশিয়ার জলসীমায় এ ঘটনা ঘটেছে বলে উল্লেখ করে রাশিয়া। রাশিয়ার বিধ্বংসী রণতরী অ্যাডমিরাল ভিনগ্রেদভ মৌখিকভাবে সতর্ক করে দেয়ার পর মার্কিন জাহাজ ওই এলাকা ত্যাগ করে বলে জানানো হয়েছে। সতর্ক করার পরপরই তারা নিরপেক্ষ জলসীমায় চলে যায় বলে দাবি রাশিয়ার। 

তবে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এখন পর্যন্ত এর পরিপ্রেক্ষিতে কিছু জানানো হয়নি। ঐতিহাসিকভাবে স্নায়ুযুদ্ধে লিপ্ত দেশ দুটির মধ্যে বর্তমানে এ ধরনের ঘটনা এখন খুব একটা দেখা যায় না। সোভিয়েত ইউনিয়নের পতনের পরও বর্তমান রাশিয়ার সঙ্গে দুর্বল কূটনৈতিক সম্পর্ক চলছে যুক্তরাষ্ট্রের। এখনও এদের মধ্যে সামরিক প্রতিযোগিতা অব্যাহত রয়েছে বলেই মনে হয়। সূত্র: এনডিটিভি।  

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে