মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২০, ০৭:৩২:২২

ইসরাইলকে সঙ্গে নিয়ে ইরানে হামলার গোপন পরিকল্পনা আমেরিকার

ইসরাইলকে সঙ্গে নিয়ে ইরানে হামলার গোপন পরিকল্পনা আমেরিকার

আন্তর্জাতিক ডেস্ক : ক্ষমতা হস্তান্তরের আগমুহুর্তে ইসরাইলকে সঙ্গে নিয়ে ইরানে নজিরবিহীন 'গোপন হামলার' পরিকল্পনা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্র ও ইসরাইল একযোগে ইরানে হামলা চালাবে, মঙ্গলবার (২৩ নভেম্বর) এমন খবর প্রকাশ করেছে টাইমস অব ইসরাইল। 

অন্যদিকে ইসরাইলি চ্যানেল-১৩ জানায়, ট্রাম্পের ক্ষমতা শেষ হওয়ার আগে হামলা চালানো হলে, ইরান কোন সামরিক পদক্ষেপ নিতে পারবে না। আর এটাকেই মোক্ষম সুযোগ হিসেবে দেখেছিল দুই দেশ। সম্প্রতি সময়ে গোপন মিশন চালিয়ে ইরানের বেশ কজন পরমাণু বিজ্ঞানীকে হত্যা করেছে তেল আবিব।

গেল সপ্তাহে মার্কিন গণমাধ্যম নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, ইসরাইলি গুপ্তচররা আল-কায়েদার শীর্ষ নেতা আবু মোহাম্মদ আল-মাসরিকে তেহরানের ভেতরেই অভিযান পরিচালনা করে হত্যা করে। আর এই হত্যাকাণ্ডের নির্দেশ আসে যুক্তরাষ্ট্র থেকেই। যদিও ইসরাইল-যুক্তরাষ্ট্রের অভিযানকে অস্বীকার করে তেহরান। নিউইয়র্ক টাইমসে আরো বলা হয়, সম্প্রতি ট্রাম্পের উপদেষ্টারা তাকে জিজ্ঞাসা করেন ইরানের গুরুত্বপূর্ণ পরমাণু স্থাপনাগুলোতে কবে হামলা চালানো হবে?

মার্কিন নির্বাচনে পরাজয়ের পরও ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালাতে প্রস্তুতি নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এ বিষয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স, পররাষ্ট্রমন্ত্রী পম্পেওসহ আরো কয়েকজন কর্মকর্তা ট্রাম্পকে সতর্ক করে দিয়ে বলেন, ইরানে হামলা চালালে সীমান্ত এলাকায় সংঘাত ছড়িয়ে পড়ার প্রবল আশঙ্কা রয়েছে। এতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে ইসরাইল।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে