রবিবার, ২৯ নভেম্বর, ২০২০, ১১:১৪:৪৬

এবার মসজিদের ইমামকে বহিষ্কার ও জেলে পাঠাল ফ্রান্স

 এবার মসজিদের ইমামকে বহিষ্কার ও জেলে পাঠাল ফ্রান্স

আন্তর্জাতিক ডেস্ক : কথিত সন্ত্রাসবাদী কাজে উসকানি দেয়ার অভিযোগ এনে পাকিস্তানের এক ইমামকে ১৮ মাসের জেলের সাজা দেয়ার পাশাপাশি দেশ থেকেও বহিষ্কার করল ফ্রান্স। জেলের সাজা শেষ হলেই তাকে দেশে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছে প্যারিসের একটি আদালত।

জানা গেছে, ২০১৫ সালে পাকিস্তান থেকে ফ্রান্সে এসেছিল লুকমান হায়দার। গত ২৫ সেপ্টেম্বর ফ্রান্সের শার্লি হেবদো পত্রিকার সামনে সশস্ত্র হামলার পর সোস্যাল মিডিয়াতে তিনটি ভিডিও পোস্ট করেন ওই ইমাম। যাতে হামলাকারীর প্রশংসা করেন তিনি।

ইমাম লেখেন, ওই বীর পুরুষকে পাকিস্তানের সবাই চিনে গিয়েছে। নবীর কাছ থেকে মর্যাদা ও সম্মান অর্জন করেছে। এর পাশাপাশি বেশ কিছু মন্তব্যও করেন লুকমান। সেই পোস্টগুলো প্রকাশ্যে আসার পরেই প্রশাসন পদক্ষেপ নেয়। গ্রেফতার করে মামলা শুরু করা হয় লুকমান হায়দার নামে ওই পাকিস্তানি নাগরিকের নামে।

গত ২৫ সেপ্টেম্বর পূর্ব প্যারিসে সাপ্তাহিক ব্যঙ্গ পত্রিকা ‘শার্লি হেবদোর পুরনো অফিসের কাছে ছুরি নিয়ে হামলা চালাল এক ব্যক্তি। ওই হামলায় আহত হয়েছিলেন দু’জন। এমএসএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে