রবিবার, ২৯ নভেম্বর, ২০২০, ০৬:৫৭:২১

তিনি শহীদ হতে চেয়েছিলেন, তার আকাঙ্খা পূরণ হয়েছে : ফাকরিজদেহর স্ত্রী

তিনি শহীদ হতে চেয়েছিলেন, তার আকাঙ্খা পূরণ হয়েছে : ফাকরিজদেহর স্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক : ইরানে আততায়ীর হামলায় নিহত দেশটির শীর্ষ পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাকরিজাদেহ-মাহাবাদি'র স্ত্রী স্বামী হারানোর শোকে কাতর। দেশজুড়ে পালিত হচ্ছে তিন দিনের জাতীয় শোক। এ সময় স্বামীর লাশের পাশে দাঁড়িয়ে তার স্ত্রী বললেন, তিনি (মোহসেন) শহীদ হতে চেয়েছিলেন। তার সেই আকাঙ্খা পূরণ হয়েছে। 

তিনি আরো বলেছেন, মোহসেন ফাকরিজাদেহকে হত্যা করায় যে ক্ষোভ সৃষ্টি হয়েছে তাতে তার অসমাপ্ত কাজ সম্পন্ন করতে হাজারো মানুষ দাঁড়িয়ে যাবে। রাষ্ট্রীয় টেলিভিশনে প্রথমবারের মতো দেখানো হয় তার স্ত্রীকে (নাম প্রকাশ করা হয়নি)। রাজধানী তেহরানের কেন্দ্রীয় একটি মসজিদে মোহসেনের লাশ রাখা হয় শ্রদ্ধা জানানোর জন্য। ইরানের জাতীয় পতাকায় আচ্ছাদিত ছিল এ সময় তার কফিন।

তবে তার মুখ ছিল খোলা। এ সময় তার পাশে দেখা যায় তার আত্মীয়-স্বজন, ইরানের ধর্মীয় নেতা ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাকে। তার প্রতি শ্রদ্ধা জানিয়েছে ইরানের প্রধান বিচারপতি ইব্রাহিম রইসি। তিনি তার জানাজা পড়ান। শুক্রবার রাজধানী তেহরানের কাছেই এক অ্যামবুশে তাকে হত্যা করা হয়। এ জন্য ইসরাইলকে দায়ী করেছে ইরানের শাসকগোষ্ঠী। এর বদলা নেয়ার কড়া হুমকি দিয়েছে ইরান। 

ফলে মধ্যপ্রাচ্যে আবার উত্তেজনা আকাশচুম্বী। হামলার জন্য ইসরাইলকে ইরান দায়ী করলেও ইসরাইলের একজন মন্ত্রী বলেছেন, এ হত্যাকান্ড সম্পর্কে তারা কিছুই জানে না। কিন্তু ইরান যেভাবে ক্ষোভে ফুঁসছে তাতে যদি ইসরাইলের ওপর কোনো পাল্টা প্রতিশোধ নিয়েই বসে তাহলে মধ্যপ্রাচ্যের চেহারা পাল্টে যেতে পারে। এ জন্যই জাতিসংঘ, ইউরোপিয়ান ইউনিয়ন, কাতার, তুরস্কসহ অনেক দেশ ও সংগঠন সব পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে