রবিবার, ২৯ নভেম্বর, ২০২০, ০৭:০২:৫২

ইরানি বিজ্ঞানী হত্যাকারী সম্পর্কে জানে না ইসরাইল : ইসরাইলি মন্ত্রী

ইরানি বিজ্ঞানী হত্যাকারী সম্পর্কে জানে না ইসরাইল : ইসরাইলি মন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাকরিজাদেহকে হত্যার নিন্দা জানিয়েছে বিশ্বের বিভিন্ন প্রান্তের রাষ্ট্রপ্রধানরা। এই হত্যার জন্য ইরান দায়ী করছে ইসরাইলকে। এর জবাব দিয়েছেন ইসরাইলের বসতি স্থাপন বিষয়ক মন্ত্রী তাজাচি হানেগবি। ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর খুব ঘনিষ্ঠ বলে পরিচিতি এই মন্ত্রী।

তাজাচি বলেছেন, ফাকরিজাদেহকে কে বা কারা হত্যা করেছে এ বিষয়ে তাদের কাছে কোনো ক্লু নেই। তার ভাষায়, কে এই হত্যাকান্ড ঘটিয়েছে, সে বিষয়ে আমার কাছে কোনো ক্লু নেই। এ ঘটনায় আমি দায়ী বলে মুখ বন্ধ রাখবো, ব্যাপারটা তা নয়। আসলেই এর কোনো ক্লু নেই আমার কাছে। তিনি ইসরাইলের এন-১২ টিভির মিট দ্য প্রেস অনুষ্ঠানে এ কথা বলেন।

শুক্রবার ইরানের রাজধানী তেহরানের পূর্বাঞ্চলে আবসার্ড এলাকায় নিজের গাড়িতে থাকা অবস্থায় সন্ত্রাসীরা গুলি করে হত্যা করে ফাকরিজাদেহকে। প্রথমে তাকে আহত অবস্থায় হাসপাতালে নেয়া হয়। কিন্তু সেখানে পরে তিনি মারা যান। তাকে শহীদ হিসিবে আখ্যায়িত করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে কে বা কারা তাকে হত্যা করেছে এ নিয়ে কোনো স্বীকারোক্তি দেয়নি কোনো পক্ষই।

তবে কেউ কেউ আঙ্গুল তুলেছেন ইসরাইল এবং যুক্তরাষ্ট্রের দিকে। তারা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্সির শেষ দিনগুলোতে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা বৃদ্ধির চেষ্টা করছে বলে তাদের অভিযোগ। এ হত্যার পর ক্ষোভে ফুঁসছে ইরান। ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভাদ জারিফও ইসরাইলকে দায়ী করেছেন। সর্বোচ্চ ধর্মীয় নেতা আলী হোসেইনি খামেনি বলেছেন, হামলাকারীদের কঠিন শাস্তির মুখে পড়তে হবে।

এই হত্যাকে ক্রিমিনাল কর্মকান্ড বলে আখ্যায়িত করেছেন ইউরোপীয়ান ইউনিয়নের মুখপাত্র। তিনি বলেছেন, ইউরোপীয়ান ইউনিয়ন মানবাধিকারের প্রতি শ্রদ্ধা দেখাতে যে নীতি অনুসরণ করে, এটা তার বিরুদ্ধ। বিবৃতিতে সব পক্ষকে শান্ত থাকার এবং সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানানো হয়েছে। অন্যদিকে হামলাকারীদের সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করেছে তুরস্ক। সব পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে জার্মানি। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে