সোমবার, ৩০ নভেম্বর, ২০২০, ০২:২৭:১৩

নাইজেরিয়ায় ধানক্ষেতে ১১০ কৃষককে গলা কেটে হত্যা

 নাইজেরিয়ায় ধানক্ষেতে ১১০ কৃষককে গলা কেটে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক : নাইজেরিয়ায় উত্তর-পূর্বাঞ্চলে একটি ধানক্ষেতে হামলা চালিয়ে শতাধিক কৃষককে গলা কেটে হত্যা করা হয়েছে। প্রাথমিকভাবে মৃতের সংখ্যা ৪৩ হলেও পরে তা বাড়তে থাকে। রবিবার ১১০ জনের মৃত্যুর কথা নিশ্চিত করেছে জাতিসংঘ। আর এ ঘটনাকে চলতি বছরের নৃশংসতম ঘটনা বলে মন্তব্য করছে জাতিসংঘ।

 কর্মরত শ্রমিকদের ধান কাটা অবস্থায় একসঙ্গে গলা কেটে হত্যা করা হয়। গত শনিবার দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় কশোবি নামে একটি গ্রামে এ ঘটনা ঘটে। শ্রমিকদের সবাইকেই বেঁধে গলা কেটে হত্যা করা হয়েছে।

নাইজেরিয়ার ওই অঞ্চলটিতে বোকো হারাম এবং ইসলামিক স্টেট বেশ সক্রিয়। তাদের সঙ্গে সহিংসতায় হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছে, ২০০৯ সাল থেকে এ পর্যন্ত বাস্তুচ্যুত হয়েছে অন্তত ২০ লাখ অধিবাসী।

শনিবারের হামলার বিষয়ে কোলো বলেন, এটা বোকো হারামের কাজ তাতে কোনো সন্দেহ নেই। এই এলাকায়  কৃষকদের ওপর ক্রমাগত আক্রমণ করছে তারা। ইব্রাহিম লিমান নামে আরেক স্থানীয় যোদ্ধা জানান, নিহত কৃষকরা কাজের খোঁজে প্রায় এক হাজার কিলোমিটার দূরবর্তী সোকোতো অঞ্চল থেকে কশোবি এসেছিলেন। তিনি বলেন, মোট ৬০ জন কৃষকের সঙ্গে ধানক্ষেতে কাজ করার চুক্তি ছিল।  এর আগে গত মাসে মাইদুগুরি এলাকার কাছে পৃথক দুটি ঘটনায় ২২ জন কৃষককে হত্যা করেছিল বোকো হারাম।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে