মৃত্যুদণ্ডের আগে মাকে লেখা নিমারের আলোচিত চিঠি
আন্তর্জাতিক ডেস্ক : সৌদি রাজতন্ত্র বিরোধী শিয়া আলেম শেখ নিমার বাকের আন-নিমরাতের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে শনিবার। মৃত্যুদণ্ড কার্যকরের আগে তিনি মাকে একটি চিঠি লেখেন। চিঠিটি তার অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। নিচে চিঠির বাংলা তরজমা তুলে ধরা হলো-
শেখ নিমারের চিঠি
আমার ধৈর্যশীল মা উম্মু জা'ফারকে,
মা! আমি সর্বদা মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞ। যা কিছু ঘটবে তা আমি স্বাচ্ছন্দে গ্রহণ করে নেব। কেননা মহান আল্লাহ্ কর্তৃক নির্ধারিত কোনো বিষয়, মানুষের নির্ধারিত বিষয় অপেক্ষা অধিক শ্রেয়। তিনি যা কিছু আমাদের জন্য নির্ধারণ করেন তা, আমরা যা কিছু নিজেদের জন্য চাই তা অপেক্ষা অধিক কল্যাণকর। এটা ঠিক যে, আমাদের উচিত দোয়া করা ও তার নিকট প্রার্থনা, কিন্তু কোনটি আমাদের জন্য কল্যাণকর তা তিনিই আমাদের চেয়ে ভালো জানেন।
সকল প্রশংসা মহান আল্লাহর জন্যই, তিনি মানুষকে নির্দেশ দেন এবং মানুষও তারই কর্তৃত্বের ছায়াতলে রয়েছে। যদি মহান আল্লাহ্ না চান তবে কেউ কোনো কিছুকে কোনো স্থান থেকে সরাতে পারে না।
হে প্রাণপ্রিয় মা! তুমি তো জানই, মহান আল্লাহ সবকিছু দেখেন। তুমি নিশ্চিত থাক যে, মানুষের সবচে ক্ষুদ্র কর্মগুলোও তার দৃষ্টিতে রয়েছে এবং তার ইচ্ছার বহির্ভূত নয়। আমাদের জন্য এটা জানাই যথেষ্ট যে, যা কিছুই ঘটবে তা তার দূরদর্শিতা ও ইচ্ছার ভিত্তিতে ঘটবে, অন্য কিছু নয়।
সর্বশেষে আমি তোমাকে ও সব জনগণকে মহান আল্লাহর হেফাজতে সোপর্দ করলাম, নিশ্চয়ই মহান আল্লাহ সর্বোত্তম রক্ষাকারী।
তোমার প্রিয়
শাইখ নিমার বাকের আন-নিমারাত
৪ জানুয়ারি, ২০১৬/এমটি নিউজ২৪ডটকম/এসএম/ডিআরএ