বুধবার, ০২ ডিসেম্বর, ২০২০, ০৭:০১:৪৬

হোয়াইট হাউস ছাড়তে আপত্তি, আরও চার বছর থাকবেন ট্রাম্প

হোয়াইট হাউস ছাড়তে আপত্তি, আরও চার বছর থাকবেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : হোয়াইট হাউসে আরও চার বছর থাকার কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অভ্যন্তরীণ সূত্রের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছেন মার্কিন গণমাধ্যম সিএনএন। ট্রাম্প বড়দিনের একটি অনুষ্ঠানে হোয়াইট হাউসে আরও চার বছর থাকার কথা বলেছেন। 

এদিকে মহামারি করোনা ভাইরাস পরিস্থিতিতে স্বাস্থ্য বিশেষজ্ঞরা মাস্ক পরার জন্য নির্দেশিকা জারি করলেও হোয়াইট হাউসে বড়দিনের ওই অনুষ্ঠানে অনেকেই তা পরেননি। অনুষ্ঠান কক্ষে অনেককেই জোরে কাশতে শোনা গেছে। সেখানে ট্রাম্প বলেছেন, চার বছর চমৎকার ছিল। আমরা আরও চার বছর থাকার চেষ্টা করছি। অন্যথায় চার বছর পর আবার আপনাদের সঙ্গে এখানে দেখা হবে।

অনুষ্ঠানে আবারও ট্রাম্প নিজেকে নির্বাচনে জয়ী বলে উল্লেখ করেছেন। এদিকে ট্রাম্পের প্রচার উপদেষ্টা বলেছেন, ট্রাম্প তার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে একটি অনুষ্ঠান আয়োজন করবেন। অভিষেক অনুষ্ঠানের কাছাকাছি সময়ে এটি আয়োজন করা হতে পারে। সেখানে ট্রাম্প ২০২৪ সালের নির্বাচনে প্রার্থী হওয়ার ইঙ্গিত দিয়ে রাখতে পারেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে