বৃহস্পতিবার, ০৩ ডিসেম্বর, ২০২০, ০৬:৩২:৩২

ফিলিস্তিনের প্রতি সব ধরনের সমর্থন দেয়া অব্যাহত থাকবে : ইরান

ফিলিস্তিনের প্রতি সব ধরনের সমর্থন দেয়া অব্যাহত থাকবে : ইরান

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের প্রতি সব ধরনের সমর্থন দেয়া অব্যাহত থাকবে বলে ঘোষণা দিয়েছেন ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি। ফিলিস্তিনি জনগণের প্রতি আন্তর্জাতিক সংহতি প্রকাশ দিবস উপলক্ষে জাতিসংঘ সাধারণ পরিষদে পাঠানো এক বার্তায় তিনি এ ঘোষণা দেন। 

বার্তায় ইসরাইলের আগ্রাসী ও বর্বর নীতির বিরুদ্ধে আন্তর্জাতিক সমাজকে চূড়ান্ত পদক্ষেপ নেয়ার আহ্বান জানান প্রেসিডেন্ট রুহানি। তিনি বলেন, সাত দশকের বেশি সময় ধরে নির্যাতিত ফিলিস্তিনিরা নিপীড়নের শিকার। এরপরও ইহুদিবাদী সরকার নতুন করে ফিলিস্তিনি ভখণ্ড সংযুক্ত করার পরিকল্পনা বাস্তবায়ন করতে গিয়ে ফিলিস্তিনিদের ওপর অপরাধযজ্ঞ বাড়িয়েছে। 

এর অংশ হিসেবে করোনা ভাইরাসের মধ্যেও ইসরাইল নিরাপরাধ ফিলিস্তিনিদের হত্যা করছে এবং গাজা উপত্যকার লোকজনের ওপর কঠোর অবরোধ দিয়ে রেখেছে। ফিলিস্তিনি ভূখণ্ডকে ইহুদিকরণের যে পরিকল্পনা হাতে নিয়ে ইসরাইল এগুচ্ছে তাতে শুধুমাত্র অধিকৃত ভূখণ্ডের পরিস্থিতির মারাত্মক অবনতিই হয়নি বরং আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তাও ঝুঁকির মুখে পড়েছে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ইসরাইলের এসব পদক্ষেপের বিরুদ্ধে আন্তর্জাতিক সমাজ কোনো ব্যবস্থা নেয়নি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে