শুক্রবার, ০৪ ডিসেম্বর, ২০২০, ০৯:৪৭:১১

ভুল করে নিজপক্ষের সেনাদের ওপর ব্যাপক বোমা বর্ষণ করলো সৌদি আরব

ভুল করে নিজপক্ষের সেনাদের ওপর ব্যাপক বোমা বর্ষণ করলো সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেনে নিজেদের সমর্থিত সেনাদের ওপর বোমা বর্ষণ করেছে সৌদি আরব। শুক্রবার (৪ ডিসেম্বর) ভোরে ভুল করে ইয়েমেনের মায়ারিব প্রদেশের রাফওয়ান এলাকায় আব্দরাব্বু মানসুর হাদির নেতৃত্বে পরিচালিত সেনাদের একটি অবস্থানে উপর্যুপরি বোমা বর্ষণ করে সৌদির জঙ্গি বিমানগুলো। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং অনেক সেনা হতাহত হয়েছে।

আব্দরাব্বু মানসুর হাদি ইয়েমেনের সাবেক প্রেসিডেন্ট। সৌদি জোটের সহায়তায় ইয়েমেনের একটি পক্ষকে নেতৃত্ব দিচ্ছেন তিনি। পার্স টুডের খবরে বলা হয়েছে, মানসুর হাদির পক্ষে নিজ দেশের কিছু যোদ্ধা যেমন আছে তেমনটি বিভিন্ন দেশ থেকে আনা ভাড়াটে সেনাও আছে।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, সুদানসহ কয়েকটি দেশ থেকে বেশ কিছু সাবেক সেনা এবং কিশোরকে অর্থের বিনিময়ে ইয়েমেনে এনেছে সৌদি আরব। এসব অস্ত্রধারীকে এমন শর্তে ইয়েমেনে আনা হয়েছে যে, মৃত্যুর পর কোনো জবাবদিহি করতে হচ্ছে না তাদের। এর আগেও সৌদি বাহিনী ভুলক্রমে নিজপক্ষের সেনাদের ওপর হামলার ঘটনা ঘটিয়েছে। লেবানন থেকে সম্প্রচারিত আল-মায়াদিন টিভি চ্যানেল জানিয়েছে, মায়ারিব প্রদেশে সৌদি সমর্থিত গোষ্ঠীর ঘাঁটিতে ব্যাপক বিস্ফোরণ ঘটেছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে