সোমবার, ০৪ জানুয়ারী, ২০১৬, ০৪:৩৭:৩৩

পাঠানকোটে এখনো চলছে বন্দুকযুদ্ধ

পাঠানকোটে এখনো চলছে বন্দুকযুদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পাঠানকোটে বিমানবাহিনীর ঘাঁটিতে একদল বন্দুকধারীর আক্রমণের ৪৮ ঘণ্টা পরও লুকিয়ে থাকা সশস্ত্র ব্যক্তিদের সাথে এখনো বন্দুকযুদ্ধ চলছে। ভারতের স্বরাষ্ট্র সচিব রাজিভ মেহরিশি জানিয়েছে দুজন সশস্ত্র ব্যক্তি এখনো লুকিয়ে রয়েছেন। আশপাশে ব্যাপক এলাকা জুড়ে তল্লাসি চলছে। ভারতের কর্মকর্তার বলছেন, আক্রমণের ধরন দেখে তাদের পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠনের কথা মনে হচ্ছে। বিবিসির এক প্রতিবেদনে এ খবর জানা যায়। পাঠানকোটের ওই ঘাঁটিটি পাকিস্তান সীমান্ত থেকে বেশি দূরে নয়। তবে হামলার দায় এখনো কেউ স্বীকার করে নি। বিমানঘাঁটিতে ঐ ঘটনায় সাতজন ভারতীয় সেনা এবং চারজন হামলাকারী নিহত হয়েছে। মাত্র কদিন আগেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অনেকটা হটাৎ করে পাকিস্তানে গিয়ে প্রধানমন্ত্রী নেওয়াজ শরীফের সাথে সাক্ষাত করেন। সেই পটভূমিতে ঘটলো এই হামলার ঘটনা। ৪ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে