সোমবার, ০৪ জানুয়ারী, ২০১৬, ০৯:৩৮:১০

সৌদি আরবের পথ ধরল বাহরাইন ও সুদান

সৌদি আরবের পথ ধরল বাহরাইন ও সুদান

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের পথ অনুসরণ করে ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে বাহরাইন ও সুদান। বাহরাইন আজ (সোমবার) সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়ে বলেছে, ৪৮ ঘন্টার মধ্যে ইরানি কূটনীতিকদের বাহরাইন ত্যাগ করতে হবে। তেহরান ও মাশহাদে সৌদি দূতাবাস ও কনস্যুলেটে ইরানের উত্তেজিত জনতার হামলার অজুহাতে সৌদি আরব ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার পরের দিন একই পথে হাটল বাহরাইন। দেশটির সরকারি বার্তা সংস্থার বরাদ দিয়ে রেডিও তেহরানের এক প্রতিবেদনে এ খবর জানা যায়। মধ্যপ্রাচ্যে সৌদি নীতির প্রতি সমর্থন জানিয়ে তেহরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থগিত করেছে মানামা। বার্তা সংস্থাটি জানিয়েছে, ইরানে অবস্থানরত নিজের সব কূটনীতিককে দেশে তলব করেছে বাহরাইন। সেইসঙ্গে তেহরানে নিজের দূতাবাস বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটি। বাহরাইনের বার্তা সংস্থা জানিয়েছে, মানামায় নিযুক্ত ইরানি চার্জ দ্যা অ্যাফেয়ার্স মোর্তেযা সানুবেরিকে বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে এ সংক্রান্ত আনুষ্ঠানিক চিঠি দেয়া হয়েছে। চিঠিতে বাহরাইনে অবস্থানরত সব ইরানি কূটনীতিককে ৪৮ ঘন্টার মধ্যে দেশটি ত্যাগ করতে বলা হয়েছে। এদিকে সুদানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশটি তেহরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করবে। মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়েছে, তেহরান ও মাশহাদে সৌদি কূটনৈতিক মিশনে হামলার প্রতিবাদে এ ব্যবস্থা নিচ্ছে খার্তুম। এ ছাড়া, ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক কমিয়ে আনার ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। দেশটি রাষ্ট্রদূত পর্যায় থেকে এ সম্পর্ককে চার্জ দ্যা অ্যাফেয়ার্স পর্যায়ে নামিয়ে আনার ঘোষণা দিয়েছে। এর আগে রোববার রাতে ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে ইরানি কূটনীতিকদের রিয়াদ ত্যাগ করার জন্য ৪৮ ঘন্টা সময় বেঁধে দেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আজ-জুবায়ের। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আজ (সোমবার) সকালে তেহরানের সঙ্গে রিয়াদের সম্পর্ক ছিন্ন করার নিন্দা জানিয়ে বলেছেন, এ ধরনের পদক্ষেপের মাধ্যমে মধ্যপ্রাচ্য জুড়ে সৌদি আরবের নানা অপরাধী কর্মকাণ্ডকে ধামাচাপা দিয়ে রাখা যাবে না। ৪ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে