সোমবার, ০৪ জানুয়ারী, ২০১৬, ১০:৩৫:৩৯

ইরান-সৌদির ফাটল মেরামতে রাশিয়া

ইরান-সৌদির ফাটল মেরামতে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক উন্নয়নে মধ্যস্থতা করার প্রস্তাব দিয়েছে রাশিয়া। দেশটির প্রখ্যাত শিয়া আলেম আয়াতুল্লাহ শেখ নিমরের মৃত্যুদণ্ডের বিরুদ্ধে ইরান আপত্তি ও প্রতিবাদ করায় রিয়াদ সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নেয়। তারপর থেকেই শুরু হয় দুই দেশের মধ্যে ফাটল। আর এই ফাটল মেরামত করতে এগিয়ে আসছে রাশিয়া। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তার কথা উল্লেখ করে রাশিয়ার সংবাদপত্র রিয়া নোভোস্তিকের বরাত দিয়ে রেডিও তেহরানের এক প্রতিবেদনে এ খবর জানা যায়। ওই কর্মকর্তা জানিয়েছেন, ‘সৌদি আরব ও ইরানের মধ্যে বিদ্যমান মতপার্থক্য নিরসনের জন্য আমাদের সাহায্য চাওয়া হলে আমরা বন্ধুপ্রতীম দেশ হিসেবে মধ্যস্থতা করতে রাজি আছি।’ তিনি বলেন, ইরান ও সৌদি আরবের সম্পর্কের অবনতি হওয়ায় রাশিয়া আন্তরিকভাবে মর্মাহত হয়েছে। কারণ, মধ্যপ্রাচ্যসহ গোটা বিশ্ব পরিস্থিতি এবং আন্তর্জাতিক তেলের বাজারে এই দু’টি শক্তিশালী মুসলিম দেশের গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে। এ ছাড়া, ওই কর্মকর্তা বলেছেন, ‘আমরা সব সময় রিয়াদ ও তেহরানের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক চেয়েছি। যদি দু’পক্ষ চায় তাহলে আমরা মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করতে পারি এবং তা করতে পারলে আমরা খুশিই হবো।’ দ্বিপক্ষীয় সম্পর্কের অবনতি হওয়া সত্ত্বেও সিরিয়া বিষয়ক আন্তর্জাতিক শান্তি সম্মেলনে সৌদি আরব ও ইরান অংশগ্রহণ করা অব্যাহত রাখবে বলেও তিনি আশা প্রকাশ করেন। ৪ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে