সোমবার, ২১ ডিসেম্বর, ২০২০, ০৮:৩৮:৩০

মমতার দল তৃণমূলে যোগ দিলেন বিজেপি সাংসদের স্ত্রী, ডিভোর্স নোটিস পাঠালেন সাংসদ

মমতার দল তৃণমূলে যোগ দিলেন বিজেপি সাংসদের স্ত্রী, ডিভোর্স নোটিস পাঠালেন সাংসদ

আন্তর্জাতিক ডেস্ক : সোমবার বিকাল ৪টার সময়েও সুজাতা মণ্ডল খাঁয়ের ফেসবুকে প্রোফাইলের কভার ছবিতে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখোমুখি। মাঝে বঙ্গ বিজেপির পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়। অথচ তার তিন ঘণ্টা আগে তিনি নাটকীয় ভাবে তপসিয়ার তৃণমূল কংগ্রেস ভবনে গিয়ে জোড়াফুলের পতাকা নিয়ে নিয়েছেন। 

যার এক ঘণ্টা পর দশ বছরের বিবাহিত জীবনে আরও নাটকীয় ভাবে দাঁড়ি টেনে দিয়েছেন বিজেপির সাংসদ সৌমিত্র খাঁ। যা শুনে সুজাতার প্রতিক্রিয়া, ''তৃণমূলে গিয়েছি বলেই ডিভোর্সের নোটিস পাঠাচ্ছে।'' কেন আচমকা বিজেপি সাংসদ তথা রাজ্য বিজেপির যুব সংগঠনের সভাপতি সৌমিত্রর স্ত্রী তৃণমূলে চলে গেলেন? 

রাজ্য বিজেপি-র একাংশ বলছে, বিষয়টা রাতারাতি হয়নি। কিছুদিন ধরেই দূরত্ব তৈরি হচ্ছিল। তার দূরত্বের পিছনে ছিল সুজাতার 'রাজনৈতিক উচ্চাশা'। যদিও সুজাতার ঘনিষ্ঠরা সে কথা উড়িয়ে দিচ্ছেন। তাদের বক্তব্য, সুজাতার যে 'রাজনৈতিক উচ্চাশা'র কথা বলছে বিজেপির একাংশ, তা আসলে কুযুক্তি। সুজাতা বিজেপি-তে সম্মান পাননি। তাই তিনি তৃণমূলে যোগ দিয়েছেন। 

তবে উভয় তরফের যে যা-ই বলুন, এত তাড়াতাড়ি এই 'দলবদল' হবে, সেটা কেউই আঁচ করতে পারেননি। সুজাতা কেমন রাজনীতি করতেন, রাজনীতিতে কতটা সক্রিয় ছিলেন, সবই জানা যায় তাঁর ফেসবুকে অ্যাকাউন্টে নজর দিলে। কখনও সাইকেলে, কখনও মোটরসাইকেলে বিজেপি-র পতাকা নিয়ে সুজাতা। পরের পর মিটিং-মিছিলের ছবি আর ভিডিওর পোস্ট। 

একটু পিছন দিকে গেলে দেখা যাচ্ছে, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সুজাতার ছবি। কোনও ছবিতে তিনি অমিতের হাতে গোলাপ তুলে দিচ্ছেন, কোনওটায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে উপহার দিচ্ছেন ডোকরার দুর্গামূর্তি। গত ৫ নভেম্বর অমিতের বাঁকুড়া সফরের সময়েও যে গোটা দিনই সুজাতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে-কাছে ছিলেন, তাও স্পষ্ট। আবার অমিতের পরের বঙ্গসফর রবিবার শেষ হওয়ার পরদিন, সোমবারেই সুজাতা তৃণমূলে। 

এটা কি নিছকই কাকতালীয়? না কি এই দলত্যাগের সঙ্গে অমিত-সফরের কোনও যোগ রয়েছে? আপাতত তা নিয়েই রাজ্য বিজেপির অন্দরে জোর জল্পনা। সেই জল্পনায় কান পাতলে যা শোনা যাচ্ছে, তাতে সৌমিত্র-সুজাতা বিচ্ছেদের পিছনে রয়েছে বড় 'রাজনৈতিক কারণ'। এটা ঠিক যে, ২০১৯ সালের লোকসভা ভোটে আইনি বাধায় সৌমিত্র নিজের কেন্দ্র বিষ্ণুপুরে যেতে না পারলেও সেখানে প্রচারে বড় ভূমিকা নিয়েছিলেন তার স্ত্রী সুজাতা। 

তার জেরে সুজাতা তখন প্রচারের আলোতেও আসেন। বিষ্ণুপুরে বিজেপি-র জয়ে সুজাতার প্রশংসা করতে শোনা গিয়েছিল বিজেপি-র কেন্দ্রীয় নেতাদেরও। বিজেপি-তে তাই সুজাতার পরিচয় শুধু 'সাংসদের স্ত্রী' ছিল না। বস্তুত, 'সাংসদের স্ত্রী' পরিচয়টাই না কি ইদানীং পছন্দ হচ্ছিল না সুজাতার। এমনটাই দাবি বিজেপি-র অনেকের। তাদের আরও দাবি— সুজাতা নাকি বিজেপির 'যুবনেত্রী' হয়ে উঠতে চাইছিলেন! 

ঘটনাচক্রে, সৌমিত্র এখন রাজ্য বিজেপি যুবমোর্চার সভাপতি। তা হলে কি সুজাতা তার স্থলাভিষিক্ত হতে চেয়েছিলেন? সরাসরি সেই প্রশ্নের জবাব দিচ্ছেন না কেউই। কিন্তু ঠারেঠোরে অনেকে সেদিকেই ইঙ্গিত করছেন। বিজেপি-র একাংশ আরও বলছে, সম্প্রতি সুজাতার 'যুবনেত্রী' হওয়ার উচ্চাকাঙ্ক্ষা বেড়ে গিয়েছিল। শুধু বিষ্ণুপুর বা বাঁকুড়া জেলা নয়, নদিয়া, মেদিনীপুরেও যুব বিজেপির বিভিন্ন কর্মসূচিতে দেখা যাচ্ছিল সুজাতাকে। 

চলতি ডিসেম্বর মাসেই বিষ্ণুপুর লোকসভার অন্তর্গত কোতুলপুরে বাইক মিছিল করেন সুজাতা। এর পরে তাকে দেখা যায় পশ্চিম মেদিনীপুরের গড়বেতায় জনসভায়। নদিয়ার বাদকুল্লা, শান্তিপুর, রানাঘাটে বিভিন্ন কর্মসূচিতে 'প্রথমসারির মুখ' হিসেবে ছিলেন সুজাতা। বিজেপি-র এক প্রথমসারির নেতার কথায়, ''শুধু সক্রিয় রাজনীতি করাই নয়, সেই সঙ্গে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে স্বামীর লোকসভা কেন্দ্র বিষ্ণুপুরের কোনও আসন থেকে বিজেপি-র টিকিটে লড়তে চাইছিলেন সুজাতা।''

আবার রাজ্য বিজেপির অন্য এক নেতার বক্তব্য, ''সৌমিত্রও না কি আসন্ন বিধানসভা নির্বাচনে প্রার্থী হতে চেয়েছিলেন। কারণ, বিজেপি ভোটে জিতে ক্ষমতায় এলে সে ক্ষেত্রে তিনি রাজ্যে মন্ত্রী হতে পারবেন। পাশাপাশিই, সৌমিত্র চেয়েছিলেন, বিধানসভার বদলে সুজাতা উপনির্বাচনে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র থেকে দাঁড়ান। কিন্তু এমন কোনও প্রস্তাব কানে তোলেননি দলীয় নেতৃত্ব।''

ওই নেতার আরও দাবি, প্রাথমিক ভাবে নেতৃত্ব রাজি না হলেও সৌমিত্র-সুজাতা ভাবছিলেন পরে কিছু একটা হয়ে যাবে। কিন্তু সেটা যে হওয়ার নয়, তা পুরোপুরি স্পষ্ট হয়ে যায় অমিতের সদ্যসমাপ্ত সফরে। কারণ, অমিত একই পরিবারের দু'জনকে ভোটের রাজনীতিতে আনার পক্ষে মত দেননি। কারণ, এ রাজ্যে তাদের লড়াই 'পরিবারতন্ত্র' এর বিরুদ্ধেই। 

তাই, বিজেপি সূত্রের অনুমান, তার অব্যবহিত পরেই বিজেপি ছেড়ে তৃণমূলমুখী হয়েছেন সুজাতা। সুজাতা দল ছেড়ে তৃণমূলে যাওয়ার পর প্রকারান্তরে 'পরিবারতন্ত্র' এর কথা শোনা গিয়েছে সৌমিত্রর গলাতেও। সরাসরি না বললেও স্ত্রী'র দলত্যাগের পরে সাংবাদিক বৈঠকে তিনি সুজাতার উদ্দেশে বলেন, ''বিজেপিতে পরিবারতন্ত্র চলে না।''  

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে