মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০২০, ০৬:২৭:৪৩

সামরিক সখ্যতার অভিযোগে যুক্তরাষ্ট্রের কালো তালিকায় চীন-রাশিয়ার শতাধিক কোম্পানি

সামরিক সখ্যতার অভিযোগে যুক্তরাষ্ট্রের কালো তালিকায় চীন-রাশিয়ার শতাধিক কোম্পানি

আন্তর্জাতিক ডেস্ক : সামরিক বাহিনীর সঙ্গে সখ্যতা বা বিশেষ চুক্তি রয়েছে এমন অভিযোগ এনে চীন-রাশিয়ার একশ'র বেশি কোম্পানিকে কালো তালিকাভুক্ত করেছে যুক্তরাষ্ট্র সরকার। এসব কোম্পানিতে 'বিশেষ' পণ্য রপ্তানির ক্ষেত্রে মার্কিন সরকারের 'বিশেষ' ছাড়পত্র নিতে হবে। এ নিষেধাজ্ঞার তালিকায় চীনের অ্যারোস্পেস কোম্পানির যেমন আধিক্য রয়েছে। 

তেমনি আধিক্য রয়েছে রাশিয়ার ফরেন ইন্টেলিজেন্স সেবাদাতা প্রতিষ্ঠানের। আন্তর্জাতিক গণমাধ্যমে বলা হচ্ছে, ট্রাম্পের ক্ষমতা ছাড়ার আগে চীনের ওপর আরও চাপ দিতেই সম্প্রতি ওয়াশিংটন এ সিদ্ধান্ত নিয়েছে। কয়েক বছর ধরে ভালো অবস্থানে নেই ওয়াশিংটন-বেইজিং সম্পর্ক। 

এমনকি করোনা ভাইরাস ছড়ানোর জন্যও মার্কিন সরকার চীনকে দায়ী করে আসছে। এর আগে চলতি মাসের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের টেলিকমিউনিকেশনস প্রোভাইডার কোম্পানিকে চীনা টেক জায়ান্ট হুয়াওয়ের প্রযুক্তিমুক্ত হওয়ার আদেশ দিয়েছে ফেডারেল কমিউনিকেশনস কমিশন- এফসিসি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে