শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০২০, ০৩:২৭:২৫

আজকের এই দিনেই শ্রীমদ ভগবদ গীতার উৎপত্তি

আজকের এই দিনেই শ্রীমদ ভগবদ গীতার উৎপত্তি

হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী পৌষ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে পালন করা হয় গীতা জয়ন্তী। এই দিনটি মোক্ষদা একাদশী হিসেবেও পালন করা হয়ে থাকে। এই বছর গীতা জয়ন্তী এবং মোক্ষদা একাদশী পড়েছে ২৫ ডিসেম্বর ক্রিসমাসে। মোক্ষদা একাদশী বা বৈকুণ্ঠ একাদশী উপলক্ষ্যে ভক্তেরা এদিন উপবাস রাখেন অনেকে। মনে করা হয় যে এই দিনে স্বর্গে শ্রীবিষ্ণুর বাসভবন বৈকুণ্ঠের দরজা সারাদিন তাঁর ভক্তদের জন্য খোলা থাকে। এদিন উপবাস রেখে বিষ্ণুর আরাধনা করলে তাঁর আশীর্বাদ পাওয়া যায় বলে মনে করেন অনেকে

এর পাশাপাশি মহাভারত অনুযায়ী, এই দিনেই কুরুক্ষেত্রের ময়দানে অর্জুনকে গীতার বাণী শুনিয়েছিলেন শ্রীকৃষ্ণ। অর্থাত্‍ এই দিনেই শ্রীমদ ভগবদ গীতার উৎপত্তি। সেই কারণে এই দিনটি গীতা জয়ন্তী হিসেবেও পরিচিত। এই বছর মোক্ষদা একাদশী পড়েছে ২৪ ডিসেম্বর রাত ১১টা ১৭ মিনিট থেকে এবং তা চলবে ২৫ ডিসেম্বর রাত ১টা ৫৪ মিনিট পর্যন্ত।

কুরুক্ষেত্রের যুদ্ধ শুরুর সময় উলটো দিকে কৌরবপক্ষে নিজের সব প্রিয় মানুষদের দেখে মন নরম হয়ে যায় অর্জুনের। তিনি অস্ত্র ত্যাগ করে প্রিয়জনদের বিরুদ্ধে যুদ্ধ না করার সিদ্ধান্ত নেন। সেই সময় শ্রীকৃষ্ণ তাঁকে গীতার বাণী শোনান। গীতা হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম পবিত্র ধর্মগ্রন্থ। মহাভারতের ভীষ্ম পর্বের অন্যতম গীতায় ৭০০টি শ্লোক আছে। ২০২০ সালে শ্রীমদ ভগবদ গীতার ৫১৫৭তম আবির্ভাব দিবস উদযাপিত হচ্ছে।-এই সময়

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে