শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০২০, ০৫:২১:০২

এবার ক্ষমা চাইলেন শিনজো অ্যাবে

এবার ক্ষমা চাইলেন শিনজো অ্যাবে

আন্তর্জাতিক ডেস্ক : জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে আর্থিক অনিয়মের বিষয়টি অস্বীকার করায় এবার ক্ষমা চেয়েছেন। জানা গেছে, গতকাল বৃহস্পতিবার তিনি ক্ষমা প্রার্থনা করেন। আজ শুক্রবার পার্লামেন্টে তাকে তলব করা হয়েছে। বিবিসি এক প্রতিবেদনে জানায়, ক্ষমতায় থাকাকালে শিনজো অ্যাবের কার্যালয় সমর্থকদের জন্য ডিনার পার্টি আয়োজন করে। 

এর খরচের বিষয়টি চেপে গিয়েছিলেন এমন সন্দেহ থেকে রাজনৈতিক তহবিল আইন ভঙ্গের অভিযোগ উঠে। গত বছর পার্লামেন্টে এক প্রশ্নোত্তর পর্বে তিনি বিষয়টি অস্বীকার করেছিলেন জাপানের সাবেক এই প্রধানমন্ত্রী। পরে বৃহস্পতিবার সেই মিথ্যার জন্য ক্ষমা চান এবং পার্লামেন্টে পূর্বের ভুল শুধরে নেবেন বলে জানান।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে