শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০২০, ০৫:৩১:৫৫

'উন্মাদ' ট্রাম্পের অবস্থা সাদ্দামের চেয়েও করুন হবে: রুহানি

'উন্মাদ' ট্রাম্পের অবস্থা সাদ্দামের চেয়েও করুন হবে: রুহানি

আন্তর্জাতিক ডেস্ক : তেহরানকে বাগদাদের গ্রিন জোনে সাম্প্রতিক হামলার মদদদাতা বলায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে 'উন্মাদ' আখ্যায়ীত করে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেন, বিদায়ী এ মার্কিন প্রেসিডেন্টের কপালে ইরাকের সাবেক স্বৈরশাসক সাদ্দাম হুসেনের চেয়েও ভয়াবহ দু:খ অপেক্ষা করছে। ইরানের মন্ত্রিসভায় বুধবার প্রেসিডেন্ট হাসান রুহানি এসব কথা বলেন। 

রুহানি বলেন, ''ট্রাম্প একজন অত্যাচারী, চূড়ান্ত খামখেয়ালি, নীতিহীন, সন্ত্রাসবাদী এবং হত্যাকারী' প্রেসিডেন্ট।'' তিনি ট্রাম্পকে স্মরণ করিয়ে দেন, ১৪ বছর আগে বাগদাদের কারাগারে যখন সাদ্দামকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল, তখন দেশটির মানুষ উল্লাস করেছিল। ট্রাম্পের ভাগ্যেও এ ধরণের দুর্ভোগ অপেক্ষা করছে। সম্প্রতি ইরাকের রাজধানী বাগদাদে আমেরিকার দূতাবাসে রকেট হামলার ঘটনায় ইরানকেই দায়ী করেছেন ট্রাম্প। 

ওই হামলার পিছনে ইরানের মদতপুষ্ট একটি জঙ্গি দলের হাত রয়েছে বলে দাবি করেছেন বাগদাদের মার্কিন সেনারাও। আগামী তিন জানুয়ারির ভেতর আমেরিকার ওপর চরম আঘাত হানতে পারে ইরান। ওইদিন কাসেম সুলেমানির মৃত্যুর এক বছর পূর্ণ হচ্ছে। তিমধ্যেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনেই চ্যালেঞ্জ দিয়ে বলেছেন ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে বিদায় নেওয়ার আগেই বদলা নেবে ইরান। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে