শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০২০, ১০:৫৮:৩৯

আগামী সোম ও মঙ্গলবার ভারতের চার রাজ্যে করোনার ভ্যাকসিনের ড্রাই রান

আগামী সোম ও মঙ্গলবার ভারতের চার রাজ্যে করোনার ভ্যাকসিনের ড্রাই রান

আন্তর্জাতিক ডেস্ক : বড়দিনেই বড় খবরটি এলো। কোভিড ভ্যাকসিনের ড্রাই রান শুরু হচ্ছে ভারতের চারটি রাজ্যে। রাজ্যগুলি হল-  উত্তরপ্রদেশ, গুজরাট, আসাম এবং অন্ধ্র। ড্রাই রান করার উদেশ্য হল, পরিকাঠামোগতভাবে সব ঠিকঠাক হয়েছে কিনা তা দেখে নেওয়া। ট্রায়াল চলবে দুদিন। আঠাশ ও ঊনত্রিশ ডিসেম্বর। 

আজ ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রনালয়ের পক্ষ থেকে এই কথা ঘোষণা করে বলা হয়, বেশ কয়েকটি জেলায় এই ড্রাই রান চলবে। এই জন্যে মূল ২,৭৩০ জন স্বেচ্ছাসেবক ও জেলাগুলিতে মোট ৭ হাজার ট্রেইনি নিয়োগ করা হয়েছে। কোভিড ভ্যাকসিন ম্যানেজমেন্ট এর বিষয়গুলি এই স্বেচ্ছাসেবকরা দেখবেন। ভারতে কোভিড এর ভ্যাকসিন ফেব্রুয়ারির শেষ দিকে প্রচলিত হবে বলে অনুমান করা হচ্ছে।  করোনার যে নতুন স্ট্রেইন দেখা যাচ্ছে তাও ওই ভ্যাকসিন এ নিয়ন্ত্রিত হবে বলে মনে করা হচ্ছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে