রবিবার, ২৭ ডিসেম্বর, ২০২০, ০৮:০৮:৪০

তীব্র দূষণের কবলে দিল্লিতে রাত-দিন সমান, দিনের বেলায়ও লাইট জ্বালিয়ে চলাচল!

তীব্র দূষণের কবলে দিল্লিতে রাত-দিন সমান, দিনের বেলায়ও লাইট জ্বালিয়ে চলাচল!

আন্তর্জাতিক ডেস্ক : আবারও তীব্র দূষণের কবলে দিল্লি শহর। আবহাওয়া বিভাগ জানিয়েছে, শহরের বায়ুমান ক্রমশ খারাপ থেকে বেশি খারাপ হচ্ছে। এদিকে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, মাত্রাতিরিক্ত বায়ুদূষণ এবং ধূলার কারণে শ্বাসকষ্টসহ নানা সমস্যায় ভুগছেন তারা। সূর্যের দেখা নেই, ধোঁয়াশায়াছন্ন দিল্লির আকাশ।

মাত্রাতিরিক্ত দূষণ আর কুয়াশার কারণে শহরটিতে রাত আর দিনের পার্থক্য করা কঠিন। দিনের বেলায়ও লাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। আবহাওয়ার এমন পরিস্থিতিতে গভীর উদ্বেগ জানিয়েছেন দিল্লির বাসিন্দারা। দূষণের কারণে অনেকেই রোগে আক্রান্ত হচ্ছেন বলে জানান তারা।

স্থানীয় একজন বলেন, ''আবহাওয়া এতটাই খারপ যে, হাঁটাও কঠিন। ঘন কুয়াশার সাথে তো বায়ু দূষণও আছে। শ্বাস নিতেও আমার কষ্ট হচ্ছে।'' স্থানীয় এক দোকানদার বলেন, ''সমস্যা আগের চেয়ে আরও বেড়েছে। ঠান্ডা এবং কুয়াশার কারণেই এমনটা হচ্ছে। আমি সাইকেলও চালাতে পারছি না। অনেকেই বাইরে বের হচ্ছেন না, তাই আমার দোকানেও ক্রেতা কম।''

দিল্লির আবহাওয়া অফিস জানিয়েছে, শীত বাড়ার সাথে সাথে আবহাওয়ার আরো অবনতি হবে। ভারতের দিল্লি ছাড়াও পাঞ্জাবসহ বেশ কয়েকটি এলাকায়ও বাড়ছে বায়ুদূষণ। যদিও দেশটির সরকারের দাবি, বায়ুমান বাড়াতে এবং দূষণ কমাতে বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে