রবিবার, ২৭ ডিসেম্বর, ২০২০, ০৮:২০:২৫

কাসেম সোলাইমানি হত্যার সঙ্গে জড়িত ৪৮ জনের তালিকা

কাসেম সোলাইমানি হত্যার সঙ্গে জড়িত ৪৮ জনের তালিকা

আন্তর্জাতিক ডেস্ক : ইরানি কমান্ডার কাসেম সোলাইমানিকে হত্যার সঙ্গে জড়িত ৪৮ জনের তালিকা তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন সোলাইমানির শাহাদাৎ বার্ষিকী পালন বিষয়ক টাস্কফোর্সের মুখপাত্র আমির আব্দুল্লাহিয়ান। তিনি বলেন, কাসেম সোলাইমানিকে হত্যার সঙ্গে জড়িতদের আগের যে তালিকা করা হয়েছিল তাতে আরও কয়েকজনের নাম যুক্ত হয়েছে। সব মিলিয়ে এ সংখ্যা দাঁড়িয়েছে ৪৮ জনে।

আব্দুল্লাহিয়ান বলেন, মামলার তদন্ত চলছে। ইরানের বিচার বিভাগ এরইমধ্যে ইরাকের বিচার বিভাগের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন। ইরাকি কর্মকর্তারা এ ক্ষেত্রে খুবই সহযোগিতা করেছেন। ইরানের বিচার বিভাগ দ্রুততম সময়ের মধ্যে অপরাধীদের বিরুদ্ধে রায় ঘোষণা করবেন বলে তিনি আশা প্রকাশ করেন। আব্দুল্লাহিয়ান আরও বলেন, বিচারের পাশাপাশি উপযুক্ত সময়ে কঠোর প্রতিশোধ নেওয়া হবে। অবশ্য এরইমধ্যে কয়েকটি চপেটাঘাত করা হয়েছে।

জেনারেল সোলাইমানির শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে তেহরানে একটি সম্মেলনসহ সারা দেশে বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে জানান এই মুখপাত্র। এ সময় তিনি ইরানসহ বিশ্বের বিভিন্ন দেশে কাসেম সোলাইমানিকে নিয়ে অসংখ্য বই প্রকাশিত হয়েছে বলেও উল্লেখ করেন। চলতি বছরের ৩ জানুয়ারি বাগদাদে আন্তর্জাতিক বিমান বন্দরের বাইরে এক হামলায় মৃত্যু বরণ করেন কাসেম সোলাইমানি ও ইরাকি সামরিক কমান্ডার আবু মাহদি আল মুহানদেসসহ ১০ জন সামরিক কর্মকর্তা। সুত্র: পার্স টুডে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে