বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০২০, ০৪:২৬:২০

ভারতীয় কোয়াডকপ্টার ভূপাতিত, সীমান্তে তীব্র গুলি বিনিময়

ভারতীয় কোয়াডকপ্টার ভূপাতিত, সীমান্তে তীব্র গুলি বিনিময়

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের সেনার দাবি করেছে তারা ভারতীয় একটি গোয়েন্দা কোয়াডকপ্টার গুলি করে ভূপাতিত করেছে। বুধবার ভারতের সেনা কোনো প্ররোচনা ছাড়াই নিয়ন্ত্রণরেখা বরাবর গুলি ছোড়ে বলে দাবি করা হয়। এতে পাকিস্তানি এক সেনা নিহত হয়েছেন। পাকিস্তানের ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশন্সকে (আইএসপিআর) উদ্ধৃত করে এ খবর দিয়েছে পাকিস্তানের অনলাইন এক্সপ্রেস ট্রিবিউন।

পাকিস্তান সেনাবাহিনীর মিডিয়া উইং বলেছে, খুইরাত্তা সেক্টরে যুদ্ধবিরতি লঙ্ঘন করে ভারতীয় সেনারা। এর উপযুক্ত জবাব দিয়েছে পাকিস্তানি সেনারা। এ সময় ভারতীয় সেনাবাহিনীতে লোকবল ও সরঞ্জামের বেশ ক্ষতি হয়েছে। ভারতের সঙ্গে তীব্র গুলি বিনিময়ের সময় ৩৫ বছর বয়সী সেনা সদস্য সিপাহি ফজল ইলাহি শহীদ হয়েছেন বলে জানিয়েছে আইএসপিআর। আরও বলা হয়, ইচ্ছাকৃতভাবে বেসামরিক লোকজনকে টার্গেট করে কোতকোতেরা সেক্টরে কোনো উস্কানি ছাড়াই ভারতীয় সেনারা গুলি শুরু করে। 

ফালনি বাজারে বৈষম্যমূলক গোলাবর্ষণে ৩৪ বছর বয়সী এক যুবক মারাত্মক আহত হয়েছেন। পাকিস্তানের সেনাবাহিনী বলেছে, তারা কার্যকরভাবে জবাব দিয়েছে। ভারতীয় ওইসব পোস্টকে লক্ষ্য করে তারাও গুলি ছুড়েছে। হটস্প্রিং সেক্টরে পাকিস্তানি সেনারা গুলি করে ভারতের একটি কোয়াডকপ্টার ভূপাতিত করেছে। এটি পাকিস্তানের ভিতরে প্রবেশ করেছিল বলে বলা হয়েছে। তারা আরো জানিয়েছে এ বছর পাকিস্তানি সেনারা ভারতের ১৬টি কোয়াডকপ্টার গুলি করে ভূপাতিত করেছে। সূত্র : এক্সপ্রেস ট্রিবিউন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে