সোমবার, ০৪ জানুয়ারী, ২০২১, ০৮:৫১:৩৪

চীন সরকারের সঙ্গে বিরোধের পর দু'মাস ধরে 'নিখোঁজ' জ্যাক মা

চীন সরকারের সঙ্গে বিরোধের পর দু'মাস ধরে 'নিখোঁজ' জ্যাক মা

আন্তর্জাতিক ডেস্ক : কিছুদিন আগে একটি ট্যালেন্ট শো'তে বিচারক হিসেবে উপস্থিত হওয়ার কথা ছিল চীনা ধনকুবের জ্যাক মা'র। কিন্তু রহস্যজনকভাবে সেখানে উপস্থিত হননি তিনি। পরে সেই ট্যালেন্ট শো'র ওয়েবসাইট থেকে জ্যাক মা'র সব ছবিও সরিয়ে ফেলা হয়। 'আফ্রিকাজ বিজনেস হিরোজ' নামে ওই শো পরিচালনা করতেন ধনকুবের নিজেই। 

অনুষ্ঠানটি থেকে আফ্রিকার তরুণ ব্যবসায়ীদের ১৫ লাখ মার্কিন ডলার পুরস্কার দেওয়া হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ জানিয়েছে, মাস দুয়েক আগে চীন সরকারের সঙ্গে বিরোধে জড়িয়েছিলেন আলিবাবার প্রতিষ্ঠাতা। এরপর থেকেই তাকে আর প্রকাশ্যে দেখা যাচ্ছে না। গত অক্টোবরে চীনা সরকারের কড়া সমালোচনা করেন জ্যাক মা। 

তিনি বলেছিলেন, সরকারের কর্তারা সুদখোরের মতো কথা বলেন। চীনের রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর নানা নীতিরও সমালোচনা করেন এ বিলিয়নিয়ার। তার মতে, চীনে ব্যাংকগুলো যেভাবে চলছে, তাতে সময়ের সঙ্গে তাল মেলানো যায় না। এজন্য ব্যাংকিং খাতে ব্যাপক সংস্কারের দাবি জানান জ্যাক মা। বলা হচ্ছে, তার ওই বক্তব্যেই অসন্তুষ্ট হয় জিনপিং সরকার। 

এর পরপরই আলিবাবার নানা ব্যবসার ওপর বিধিনিষেধ আসতে শুরু করে। গত নভেম্বরে ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, জ্যাক মা'র বিদেশভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছে চীন সরকার। বড়দিনের ঠিক আগে আলিবাবা গ্রুপ হোল্ডিং নিয়ে তদন্তের আদেশ দেওয়া হয়। জ্যাক মা'র আরেক কোম্পানি অ্যান্ট গ্রুপের ব্যবসাও গুঁটিয়ে আনতে বলা হয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে