সোমবার, ০৪ জানুয়ারী, ২০২১, ১১:৩৮:৫৫

ধর্মীয় বিশ্বাস ও কার্যক্রম নিয়ন্ত্রণে নতুন আইন আনছে চীন!

ধর্মীয় বিশ্বাস ও কার্যক্রম নিয়ন্ত্রণে নতুন আইন আনছে চীন!

আন্তর্জাতিক ডেস্ক : গত কয়েক বছর ধরে ধর্মীয় অনুশীলনের ব্যাপারে আরও আগ্রাসী অবস্থান নিয়েছে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের নেতৃত্বাধীন চীন। ধর্মীয় বিশ্বাস ও অনুশীলন নিয়ন্ত্রণে এবার নতুন আইন আনছে দেশটির কমিউনিস্টশাসিত সরকার। ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজ ও ইন্ডিয়ান ব্লুমস এ খবর জানিয়েছে।

এই আইনের খসড়ার নাম দেয়া হয়েছে, 'প্রভিশনস অন দ্য অ্যাডমিনিস্ট্রেশন অব ফরেইন রিলিজিয়াস আক্টিভটিস ইন দ্য পিপলস রিপাবলিক অব চায়না'। গত নভেম্বরে চীনের আইন মন্ত্রণালয় এই খসড়ার অনুমোদন দেন। ধারণা করা হচ্ছে, চলতি বছরই তা কার্যকর করা হবে। খসড়া আইনে সর্বমোট ৪০টি অনুচ্ছেদ করা হয়েছে। এসব অনুচ্ছেদকে ভাগ করা হয়েছে পাঁচটি খণ্ডে। 

প্রথমখণ্ডে বলা হচ্ছে, চীনে বসবাসরত বিদেশি নাগরিকদের ধর্মীয় কর্মকাণ্ড ও বিশ্বাস পালন করতে হবে চীনা আইন অনুযায়ী। তৃতীয় খণ্ডে বলা হচ্ছে, বিদেশী ধর্মীয় উপাসনালয়গুলোকে অবশ্যই চীনকে বন্ধু রাষ্ট্র হিসেবে অবহিত এবং উৎসবের সময় কুশল বিনিময় করতে হবে। নতুন এই আইনের ফলে ধর্মীয় বিশ্বাস ও কর্মের ওপর আরও চাপ প্রয়োগ করতে সক্ষম হবে চীনের কমিউনিস্টশাসিত সরকার। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে